X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গা ঢাকা দেওয়ায় গ্রেফতার করা যাচ্ছে না মাদক ব্যবসায়ীদের

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
২৬ মে ২০১৮, ০৯:৪৩আপডেট : ২৬ মে ২০১৮, ২০:৩৭

মাদক আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে চট্টগ্রামের অনেক মাদক ব্যবসায়ী গা ঢাকা দিয়েছে। গ্রেফতার এড়াতে তারা নিজ এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপন করেছে। এজন্য মাদকের আখড়াগুলোয় নিয়মিত অভিযান চালিয়েও পুলিশ কোনও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে পারছে না। জানা গেছে, বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতারা নিজেদের বাঁচাতে আত্মগোপন করেছে। 

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নগরীর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা এখন গা ঢাকা দিয়েছেন। পুলিশ অভিযানে গিয়ে এখন মাদক ব্যবসায়ীদের খুঁজে পাচ্ছে না। অনেকে চট্টগ্রাম থেকে অন্যত্র গিয়ে আত্মগোপন করছেন এমন তথ্য আমাদের কাছে আসছে। কেউ কেউ আবার ভ্রমণের নাম করে দেশের বাইরে চলে যাচ্ছেন এমন তথ্যও পেয়েছি। তবে মাদক ব্যবসায়ীরা দেশের বাইরে অথবা ভেতরে যেখানেই আত্মগোপন করুক আমরা তাদের খুঁজে বের করে গ্রেফতার করবো।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক ব্যবসায়ীদের তালিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারাদেশের মাদক ব্যবসায়ীদের একটি তালিকা করেছে আমরা শুনেছি। তবে এখনও এ ধরনের কোনও তালিকা আমরা হাতে পাইনি। আমাদের নিজস্ব একটা তালিকা আছে। ওই তালিকা ধরে অভিযান পরিচালনা করছি।’

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম নগরীর পাঁচ শতাধিক জায়গায় মাদক বেচাকেনা হয়। পুলিশের তথ্য অনুযায়ী,  নগরীর প্রায় ২৪৮টি জায়গায় মাদক বেচাকেনা হয়। তবে এসব স্থানের মধ্যে মাদকের আখড়া খ্যাত বরিশাল কলোনি, চট্টগ্রাম স্টেশন চত্বর, কদমতলী বাস টার্মিনাল, মতিঝরণা, এনায়েত বাজার গোয়াল পাড়া, বায়েজিদ শেরশাহ কলোনি, অক্সিজেন রোড়, ফিরোজশাহ কলোনি, অলংকার মোড়, পাহাড়তলী, টাইগারপাস, বাটালি হিল মাদকের সবচেয়ে বড় বাজার।

নগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, এসব এলাকায় ৫৮ জন ব্যক্তি মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। তাদের অধীনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে আরও প্রায় দুই শতাধিক ব্যক্তি।

বরিশাল কলোনিতে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন  আব্দুল কাদের ওরফে ডাইল কাদের, ফারুক, ইউসুফ, মনির। তাদের অধীনে কাজ করে  আরও ২০/২৫ জন। ২০১৬ সালে মনির নিখোঁজ এবং গত বছরের ২০ অক্টোবর বন্দুকযুদ্ধে ফারুক নিহত হওয়ার পর ওই এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নেয় ডাইল কাদের আর ইউসুফ। বর্তমানে দু’জনেই আত্মগোপনে।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডাইল কাদেরের নামে নগরীর বিভিন্ন থানায় ১০টির বেশি  মামলা রয়েছে। আমরা তাকে গ্রেফতার করার চেষ্টা করছি। কিন্তু পালিয়ে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। আর ইউসুফ পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে পাড়ি জমিয়েছেন। আমরা তার বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ডাইল কাদের ও ইউসুফের অবর্তমানে বরিশাল কলোনির  মালিপাড়া বর্তমানে সিরাজ, রাজু, ল্যাংরা শাহজাহান, জুয়েল, লোকমান, ট্যাংরা কাশেম, কালা মনিরের নিয়ন্ত্রণে রয়েছে। তারা সবাই গা ঢাকা দিয়েছেন। আমরা তাদের গ্রেফতারে অব্যাহত রেখেছি।’

শুক্রবার (২৫ মে) বিকালে বরিশাল কলোনিতে গিয়ে এসব মাদক ব্যবসায়ীদের বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা জানান, তাদের কাউকে গত এক সপ্তাহ ধরে দেখা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরুর পর তারা আত্মগোপনে রয়েছে। বরিশাল কলোনির মতো নগরীর অন্যান্য এলাকার মাদক ব্যবসায়ীরাও আত্মগোপন করেছেন। যার ফলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে পারছে না পুলিশ।

নগরীর মাদক ব্যবসায়ীদের একটি তালিকা তৈরি করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ওই তালিকায় ১১২ জন মাদক ব্যবসায়ীর নাম ওঠে এসেছে।

এ সর্ম্পকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (চট্ট মেট্রো) শামীম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরীতের মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের একটি তালিকা আমরা তৈরি করেছি। আমাদের তালিকায় ১১২ জন মাদক বিক্রেতার তথ্য উঠে এসেছে। যারা ডিলার পর্যায়ের মাদক বিক্রেতার কাছ থেকে মাদক এনে খুচরা বাজারে ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকা অনুযায়ী, নগরীর কোতোয়ালি থানাধীন এলাকায় ১৭ জন, পতেঙ্গা ও বন্দর থানাধীন এলাকায় ৪২ জন, ডবলমুরিং ও কর্ণফুলী থানাধীন এলাকায় ৮ জন, পাঁচলাইশ থানাধীন এলাকায় ৭ জন, বায়েজিদ থানাধীন এলাকায় ৯ জন, চান্দগাঁও থানাধীন এলাকায় ৫ জন, বাকলিয়া থানাধীন এলাকায় ৮ জন এবং পাহাড়তলী ও হালিশহর থানাধীন এলাকায় ১৬ জন মাদক ব্যবসায়ী রয়েছেন।

কিসের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে-জানতে চাইলে শামীম আহমেদ বলেন, ‘আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্য এবং যারা আগে একাধিকবার মাদক নিয়ে ধরা পড়ে, যাদের নামে থানায় মামলা আছে এসব খোঁজ খবর নিয়ে আমরা এই তালিকা প্রস্তুত করেছি। বর্তমানে এদের প্রায় সবাই গা ঢাকা দিয়েছে।’

আরও পড়ুন:

নারিকেলের ভেতর ইয়াবা

মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়ে নির্দোষ ব্যক্তিকে ফাঁসালেন দুই পুলিশ কর্মকর্তা?

অভিযানের মুখে ডিজিটাল পদ্ধতির আশ্রয়ে মাদক ব্যবসায়ীরা!

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ