X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ১৭:১৯আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৭:১৯

 

নিহত ব্যবসায়ী আব্দুল হালিম উদ্দিন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে ব্যবসায়ী আব্দুল হালিম উদ্দিন হত্যা মামলার রায়ে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত লাশ গুম করার অভিযোগে প্রত্যেক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ আরও মাসের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান এর আদালত এই রায় দেন।

রায় ঘোষণার সময় সাত আসামির মধ্যে তিন আসামি উপস্থিত ছিল এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সাদেকুর রহমান, মো. ইকবাল হোসেন, সোহাগ এবং বাবু কাজী। বেকসুর খালাস প্রাপ্তরা হলেন, মোক্তার হোসেন, মো. মেহেদী ও আবুল হোসেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৫ আগস্ট ফতুল্লার বিসিক এলাকার হাজী আফসার উদ্দিনের ছেলে ইলেকট্রনিক ব্যবসায়ী হালিম উদ্দিনের পাওনা টাকা আদায়ে জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজে হন। এরপর একদিন পর ১৭ আগস্ট পুলিশ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর দেওয়ানবাড়ী এলাকার একটি ডোবা থেকে তার হাত-পা’বিহীন বস্তাবন্দী লাশ উদ্ধার করে। এই ঘটনায় হালিম উদ্দিনের ছোট ভাই শামীম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশের হাতে গ্রেফতার আসামি সাদেকুর রহমান হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে এবং জড়িত আসামিদের নাম উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। জবানবন্দীতে সে জানায়, পাওনা টাকার জন্য চাপ দিলে বন্ধু ইকবাল হোসেন তার বাসায় ডেকে নিয়ে হালিম উদ্দিনে হাতুড়ি দিয়ে মাথায় আঘাতের পর গলা কেটে হত্যা করে। হত্যার পর লাশ ৫ টুকরো করে সদর উপজেলার কাশিপুর এলাকায় ডোবায় ফেলে আসে। এ হত্যাকণ্ডের তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালের ২৩ মার্চ ২৫ জনকে সাক্ষী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন,‘এই রায়ের মধ্যে দিয়ে প্রমাণিত হলো অপরাধ করে পার পাওয়া যায় না। উচ্চ আদালতের মাধ্যমে রায় কর্যকরের দাবি জানাচ্ছি।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানুজ্জামান এ রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন,‘নিম্ন আদালতে আসামি পক্ষ ন্যায় বিচার পায়নি।   আসামি পক্ষ উচ্চ আদালতে যাবে।’

তিন আসামিকে খালাস দেওয়ায় রায় নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে নিহত হালিম উদ্দিনের বাবা আফসার উদ্দিন বলেন, ‘নিম্ন আদালতে আশিংক ন্যায় বিচার পেয়েছি। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে যাদের নাম এসেছে তারা কিভাবে বেকসুর খালাশ পায়?’ তিনি পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ