X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১০ টাকা দরের চাল সারা বছর চান হাকিমপুরবাসী

হিলি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৫

১০ টাকা দরের চাল কিনতে আসা মানুষ শুধু পাঁচ মাস নয় সারাবছরই ১০ টাকা কেজি দরের চাল কিনতে চান হাকিমপুর উপজেলাবাসী। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল কিনতে এসে তারা এই দাবি জানান। এছাড়া উপকারভোগীরা কার্ড বিতরণে অনিয়মের অভিযোগও তুলেছেন।

১০ সেপ্টেম্বর থেকে উপজেলার ৩টি ইউনিয়নে ১০ টাকা দরের চাল বিক্রি শুরু হয়েছে। ৬জন ডিলারের মাধ্যমে মোট ৩ হাজার ৭৪৪জন উপকারভোগীর মাঝে প্রত্যেক মাসে কার্ডপ্রতি ৩০ কেজি করে চাল বিক্রি করা হবে।

সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার এই তিন দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে।

উপকারভোগীরা ১০ টাকা কেজি দরে চাল বিক্রির ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তাদের অভিযোগ, অনেক প্রকৃত গরিব মানুষকে বাদ দিয়ে উপকারভোগীর এসব কার্ড জনপ্রতিনিধিদের কাছের লোকসহ বড়লোকদের মাঝে বণ্টন করা হয়েছে। যারা এসব চাল তুলে বিক্রি করে দেন। আবার কেউ কেউ গরুকে খাওয়ায়।

উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাট্টাউচনা বাজারের ডিলার আতাউর রহমান কাজল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোয়ালদাড় ইউনিয়নের খাট্টাউছনা সেন্টার ৬৬৭জন উপকারভোগীর মাঝে ১০টাকা কেজি দরে মাসিক ৩০ কেজি করে চাল বিক্রি করছে।’

হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ হাকিমপুর উপজেলার ৩টি ইউনিয়নে আমাদের ৬জন ডিলার। এই ৬জন ডিলারের মাধ্যমে প্রতি সপ্তাহে সোম, মঙ্গল ও বুধ এই তিন দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাল বিক্রি চলছে। উপজেলায় মোট উপকারভোগীর সংখ্যা ৩ হাজার ৭৪৪জন। এদের প্রত্যেকের জন্য ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। চাল বিক্রি কার্যক্রম তদারকির জন্য উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। উনারা সার্বক্ষণিক সেই কার্যক্রম তদারকি করছেন। আমাদের খাদ্যনিয়ন্ত্রক কার্যালয়ের পক্ষ থেকেও তদারকি অফিসার নিয়োগ করা হয়েছে। তারাও চাল বিক্রি কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করাছেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অবহিত করা হয়েছে। কোথাও কোনও অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ