X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

পানির অভাবে পন্টুন ঠেকেছে মাটিতে, ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৯, ১৭:৩৬আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২০:১৩

পানির অভাবে পন্টুন ঠেকেছে মাটিতে

পানির স্তর কমে যাওয়ায় ঘাটের পন্টুন ঠেকেছে মাটিতে। পন্টুন থেকে নদীর পানির দূরত্ব বর্তমানে ৩০০ ফিট। এ অবস্থায় নাব্য সংকটের কারণে চলতি মাসের ১৮ তারিখ থেকে রাজবাড়ী জেলার সঙ্গে পাশ্ববর্তী পাবনা জেলার একমাত্র জৌকুড়া টু নাজিরগঞ্জ নৌরুটটি বন্ধ হয়ে গেছে।

পদ্মা নদীর এই নৌরুটটি রাজবাড়ী জেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া থেকে পাবনা জেলার নাজিরগঞ্জ ঘাট নামে পরিচিত।

গত ৭দিন একটানা ফেরিসহ অন্যান্য নৌযান বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছে এই রুটে চলাচল করা সাধারণ যাত্রী ও যানবাহন চালকরা।

জেলার সড়ক ও জনপথ বিভাগ এর অধীন এই ঘাটটি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপারের জন্য ২টি ফেরি, ২টি লঞ্চ ও ১০টি ইঞ্জিন চালিত ট্রলার চলাচল করে। এসব নৌযানে প্রতিদিন রাজবাড়ী থেকে পাবনা ও সিরাজগঞ্জ জেলার ৫ থেকে ১০ হাজার মানুষ পদ্মা নদী পার হয়। ফেরীতে পারাপার হয় কয়েক শত যাত্রীবাহি বাস, অ্যাম্বুলেন্স, ট্রাক ও প্রাইভেটকারসহ ছোট বড় যানবাহন।

এই ঘাটের ইজারা প্রতিনিধি সোহেল রানা বলেন,‘পদ্মা নদীতে পানি কমার সঙ্গে সঙ্গে নাব্য কমে যাওয়ায় পন্টুন মাটিতে ঠেকেছে। পন্টুন থেকে নদী এখন ৩শ’ ফিট দূরে। এ অবস্থায় গত ১৮ জানুয়ারি থেকে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ। ঘাট ইজারাদারকে প্রতিদিন অনেক লোকসান গুনতে হচ্ছে। ঘাটের এমন দূরাবস্থায় যাত্রীরা ঘাটে এসে ফিরে যাচ্ছে।

পাবনা জেলার যাত্রী মো. শরীফ বলেন,‘কয়েকদিন আগে রাজবাড়ী জেলা সদরের বিনোদপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে এসে এসেছিলাম। এখন জৌকুড়া ঘাট বন্ধ। ফেরি চলছে না। বাধ্য হয়ে ট্রলারে রওনা হতে হচ্ছে। নদীতে পানি কম। জেগে ওঠা চরে ট্রলারও মাঝে মাঝে আটকে ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি হচ্ছে।’

পানির অভাবে বিধ্বস্ত ফেরি ঘাট

জৌকুড়া ঘাটে আসা আরেক যাত্রী মতিন মোল্লা বলেন,‘জৌকুড়া ঘাটে এসে দেখি ফেরি চলাচল বন্ধ। এখন পরিবার-পরিজন নিয়ে আবার রাজবাড়ী শহরে ফিরে যাচ্ছি।’

ফরিদপুর থেকে পাবনার উদ্দেশে ছেড়ে আশা প্রাইভেটকার চালক চঞ্চল শেখ বলেন,‘ভাড়ায় চালিত প্রাইভেটকার নিয়ে পাবনার উদ্দেশ্যে যাত্রী নিয়ে জৌকুড়া ঘাটে এসেছি। এখন দেখলাম ফেরী চলাচল বন্ধ। এখন কুষ্টিয়া হয়ে কমপক্ষে দেড়শ’ কিলোমিটার ঘুরে যেতে হবে। এতে তেল বেশি খরচ হবে। অতিদ্রুত জৌকুড়া ঘাটটি চালু করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ প্রকৌশলী কে.বি.এম সাদ্দাম হোসেন জানান, পদ্মার পানি কমে যাওয়ায় পন্টুন ফেরি ভিরতে পারছে না। তাছারা নদীর বিভিন্ন পয়েন্টে নাব্য সংকট তীব্র হওয়ায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঘাটটি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে। আপাতত ক্রেন দিয়ে টেনে পন্টুন নিচে নামিয়ে ঘাট সচল রাখার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগেও নাব্য সংকটের কারণে গত নভেম্বর মাসের ১৫ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত ঘাটটি সাময়িক বন্ধ ছিল।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি পেলেন ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট এনআইডি
রাষ্ট্রপতি পেলেন ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট এনআইডি
৫৫ লাখ টাকায় এসেছিল আর্জেন্টিনা, এবার আনা হলো না যে কারণে
৫৫ লাখ টাকায় এসেছিল আর্জেন্টিনা, এবার আনা হলো না যে কারণে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
রাজধানীতে রিজভীর লিফলেট প্রচারণা
রাজধানীতে রিজভীর লিফলেট প্রচারণা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র