X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ১৭ খাবারের দোকানকে ২৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২৯

নীলা মার্কেটে ভেজালবিরোধী অভিযান নারায়ণগঞ্জের রূপগঞ্জের নীলা মার্কেটে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব-১। অভিযানে খাদ্যে ভেজাল, অপরিষ্কার পরিবেশ ও বাসি-পচাঁ খাবার বিক্রির অভিযোগে ১৭টি রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানকে প্রায় ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিলগালা করে দেওয়া হয়েছে একটি রেস্টুরেন্ট। র‌্যাব হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার হোসেনের নেতৃত্বে সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১ এর একটি দল এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব-১ এর এএসপি সালাহউদ্দিন আহমেদ জানান, পূর্বাচলে উপশহরের ১ নম্বর সেক্টরের নীলা মার্কেটে মুখরোচক খাবারের প্রলোভনে স্থানীয়রাসহ শহরের লোকজন প্রতিদিন ভিড় করেন। ব্যাব গোপন সূত্রে জানতে পারে সেখানে উন্নতমানের খাবারের প্রতিশ্রুতি দিয়ে অসাধু ব্যবসায়ীরা খাবারে ভেজাল দেওয়াসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করছেন। এ সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে অভিযান চালায় র‌্যাব-১ এর একটি দল। এসময় খাবারে কেমিক্যাল, রং, মিষ্টিতে পাউডার মেশানো ও বাসি-পচাঁ খাবার বিক্রির অভিযোগে ১৭টি রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানকে মোট ২৪ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সোনার বাংলা রেস্টুরেন্ট নামের একটি হোটেল সিলগালা করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে মোট ১৫টি মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত খাবারের দোকানগুলোর মধ্যে রয়েছে—পূর্বাচল আমান উল্লাহ হোটেল, আলবার্ড রেস্টুরেন্ট, জহির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পালকি হোটেল, মুসলিম মিষ্টি ঘর, প্রদীপ মিষ্টান্ন ভাণ্ডার, স্বপন মিষ্টান্ন ভাণ্ডার, বজেন্দ্র সুইটস, আবুল মিষ্টান্ন ভাণ্ডার, টাঙ্গাইল পোড়াবাড়ি, অনিক সুইটস, মিষ্টি মহল, মোস্তফা সুইটস, চিত্ত বাবু সুপার সুইটস ও পূর্বাচল রাজভোজ মিষ্টান্ন ভাণ্ডার।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ