X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যুবলীগ নেতার পায়ের রগ কাটলো আ. লীগ নেতা

বরিশাল প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৯, ০৯:৪২আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১০:০০

বরিশাল বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদে যুবলীগ নেতা জাফর আকনের দুই পায়ের রগ এবং তার ভাই জাহিদকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুন তালুকদার ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। জাফরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। জাহিদ বরিশালের শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় শায়েস্তাবাদে এ ঘটনা ঘটে।

জাফর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শায়েস্তবাদের দক্ষিণ চরআইচা এলাকার ফজলে আলী আকনের ছেলে।

শায়েস্তাবাদ ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম জানান, জাফর তার বাড়ি চরআইচা বাজারে যাওয়ার পথে মামুন ও তার সহযোগী সন্ত্রাসী কামাল প্যাদা এবং তার ছেলে সালমান ও আফ্রিদি, কবির তালুকদার, খবির তালুকদার, রশিদ ও মেহেদিসহ ১০/১২ সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। জাফর পড়ে গেলে তার দু’পায়ের রগ কেটে দেয় মামুন। জাফরের চিৎকারে ছোট ভাই জাহিদ এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

সেলিম আরও জানান, ৬ মাস আগে এলাকায় একটি গরুর মৃত্যু নিয়ে শালিস হয়। ওই শালিসে মামুন তালুকদারের সঙ্গে জাফরের দ্বন্দ্ব হয়। তখনই মামুন ক্ষুব্ধ হয়ে জাফরকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর থেকেই জাফরকে হত্যা করতে বিভিন্ন সময় মামুন ও তার সহযোগী সন্ত্রাসীরা চেষ্টা চালায়।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৯ এপ্রিল) মামুনের নির্দেশে তার সহযোগী সন্ত্রাসীরা জাফরকে পরিকল্পিতভাবে পিটিয়ে আহত করে। এ ঘটনায় একই দিন জাফর বাদী হয়ে কাউনিয়া থানায় কামাল প্যাদাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না জানান, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই জাফরকে হত্যার উদ্দেশ্যে মামুন ও তার সহযোগী সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। এর আগেও জাফরের ওপর হামলা চালানো হয়েছিল। আমরা শালিস মীমাংসা করে দেওয়ার কথা বললেও মামুন তোয়াক্কা করেনি।

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই মামুনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। ঘটনার পরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত