X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চলন্ত বাসে নার্সকে ধর্ষণের পর হত্যা: বাসের স্টাফ রফিকুলের স্বীকারোক্তি

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ মে ২০১৯, ২০:৩০আপডেট : ১৫ মে ২০১৯, ২২:৩৩

লাল চিহ্নিত ব্যক্তি রফিকুল, সঙ্গে খোকন ও বকুল কিশোরগঞ্জের মেয়ে নার্স শাহীনুর আক্তার তানিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় এবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলো স্বর্ণলতা বাস কাউন্টারের স্টাফ রফিকুল ইসলাম। বুধবার (১৫ মে) কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুনের খাস কামরায় ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। এর আগে অন্যতম আসামি ড্রাইভার নূরুজ্জামান নূরু ও দ্বিতীয় আসামি হেলপার মো. লালন মিয়া ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।

রফিকুল ইসলাম জবানবন্দিতে জানায়, তানিয়া ধর্ষণ ও হত্যায় সরাসরি জড়িত না থাকলেও অপরাধ ঢাকতে নাটক সাজানো ও আসামিদের বাঁচাতে সে সহযোগিতা করেছে। জবানবন্দির পর তাকে কারাগারে পাঠানো হয়। বিকালে কঠোর গোপনীয়তায় পুলিশি পাহারায় তাকে আদালতে হাজির করা হয়।

গত ৮ মে নূরুসহ পাঁচজনকে ৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডের পাঁচদিনের মাথায় আদালতে সবকিছু স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় নূরু। গতকাল মঙ্গলবার জবানবন্দি দেয় হেলপার লালন। রিমান্ডের শেষ দিনে আজ রফিকুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলো। রফিকুল ইসলাম (৩০) গাজীপুর জেলার কাপাসিয়ার লোহাদী গ্রামের নজর আলীর ছেলে।

এদিকে আটদিনের রিমান্ড শেষে আটক বাকি দুই সন্দেহভাজন আসামি খোকন মিয়া (৩৮) ও মো. বকুল মিয়া ওরফে ল্যাংরা বকুলকেও বিকালে কঠোর গোপনীয়তায় পুলিশি পাহারায় আদালতে হাজির করলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ রফিকুল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি দুজনকেও রিমান্ড শেষে আমরা আদালতে হাজির করি। নতুন করে আর রিমান্ড আবেদন করিনি। তাই তাদের জেলহাজতে পাঠিয়েছেন আদালত। জবানবন্দিতে রফিক কী বললো সেই কাগজ এখনও পাইনি। তাই বিস্তারিত জানাতে পারছি না। পলাতক আসামি বোরহানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

গত ৬ মে রাতে ঢাকা থেকে কিশোরগঞ্জের বাজিতপুরের পিরিজপুর রুটে চলাচলকারী স্বর্ণলতা ভিআইপি পরিবহনের একটি বাসে ইবনে সিনা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স (সেবিকা) শাহীনূর আক্তার তানিয়াকে ধর্ষণ শেষে হত্যা করা হয়। তিনি কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের বাহেরচর গ্রামের মো. গিয়াস উদ্দিনের মেয়ে।

আরও পড়ুন- 





হেলপারকে বাস চালাতে দিয়ে প্রথমে তানিয়াকে ধর্ষণ করে ড্রাইভার

আদালতে তানিয়াকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিলো হেলপার লালন

বাবার সঙ্গে আর ইফতার করা হবে না তানিয়ার

কিশোরগঞ্জে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা: আটক ৫ জনকে ৮ দিনের রিমান্ড

কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্সকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক ২

‘তানিয়াকে ধর্ষণের আলামত স্পষ্ট, মাথার পেছনে আঘাত করে হত্যা’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী