X
শনিবার, ১১ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

‘পদ্মায় ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে ক্যাপিটাল ড্রেজিং করা হবে’

রাজশাহী প্রতিনিধি
০৪ জুন ২০১৯, ০৬:২৫আপডেট : ০৪ জুন ২০১৯, ০৬:৪৭

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় পদ্মা নদীতে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে ক্যাপিটাল ড্রেজিং করা হবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, ‘ইতোমধ্যে ড্রেজিং কাজ শুরু হয়েছে। রাজশাহীতে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপনে আগ্রহী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে নৌবন্দর হলে বাণিজ্যের প্রসার ঘটবে। বিনিয়োগ বাড়বে। শিল্পায়নের জন্য বিনিয়োগকারীদের আগ্রহী করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহীতে আগামী তিন-চার বছরের মধ্যে অর্থনৈতিক বিনিয়োগ বহুগুন বেড়ে যাবে।’

সোমবার (৩ জুন) দুপুরে রাজশাহী নগর ভবনের সিটি হল সভাকক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী সিটির কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা লিটনকে এ সংবর্ধনা দেন।

খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহীতে দীর্ঘ দিনেও শিল্পায়ন হয়নি। রাজশাহীর উন্নয়ন করতে হলে, শিল্পায়নের প্রসার ঘটাতে হবে। এটি করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এ জেলার জন্য প্রধানমন্ত্রী তিনটি শিল্পাঞ্চলের অনুমোদন দিয়েছেন। এগুলো হচ্ছে— বিসিক-২, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও চামড়া শিল্পপার্ক। এই তিনটি শিল্পাঞ্চলে কোনও ভুয়া উদ্যোক্তাকে প্লট বরাদ্দ দেওয়া হবে না।’

মানপত্র দেওয়া হয় খায়রুজ্জামান লিটনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র বলেন, ‘আমাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রধানমন্ত্রী রাজশাহীবাসীকে গর্বিত করেছেন। ২০০৮ সালে প্রথম দফায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলাম। প্রথম মেয়াদে অনেক কাজ শুরু করেছিলাম, যার ধারাবাহিকতা বজায় থাকলে হয়তো এত দিনে অনেক দূর এগিয়ে যেতাম।’

খায়রুজ্জামান লিটন আরও বলেন, “রাজশাহীর উন্নয়নে ইতোমধ্যে চায়নার বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘পাওয়ার চায়না’র সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। সেই অনুয়ায়ী, তারা মাস্টারপ্ল্যান তৈরি করবে। আগামী ৫০ বছরে ধাপে ধাপে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হবে।”

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাওগাতুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মেয়র পত্নী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী। আরও উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-৩ মোসা. তাহেরা খাতুন, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগম প্রমুখ।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
নিজ মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
নিজ মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও