X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পলি জমে পদ্মায় ডুবোচর, নাব্য সংকটে ফেরিঘাটে অচলাবস্থা

মাদারীপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ১০:১৪আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১০:২৮

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুট দ্বিতীয় দফা বন্যার পানির সঙ্গে  পলি এসে পদ্মায় ডুবোচর তৈরি হয়েছে। ফলে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে নাব্য সংকট দেখা দিয়েছে। এ কারণে প্রায় দুই সপ্তাহ ধরে ফেরিঘাটে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ডুবোচরের জন্য ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হওয়ায় পদ্মার উভয় পাড়ে পরাপারের অপেক্ষায় রয়েছে প্রায় হাজার খানেক যানবাহন।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, এই নৌ-রুটে বর্তমানে ১৭টি ফেরি রয়েছে। মূল পদ্মা নদী থেকে কাঁঠালবাড়ি প্রবেশের একমাত্র চ্যানেলের মুখে পলি জমে ডুবোচরের সৃষ্টি হয়েছে। ফলে ফেরি ও লঞ্চ চলাচলের সময় চরে আটকে যায়। পদ্মায় এই নৌপথে ফেরি ও লঞ্চ চলতে যতটুকু নাব্যতা দরকার ততটুকু বর্তমানে নেই।

গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ২০ সেন্টিমিটারের মতো কমেছে। মূল পদ্মা নদীতে পানি কমলেও স্রোত কমেনি। দ্রুত পানি কমতে থাকায় এ নৌপথে নাব্য সংকট প্রকট আকার ধারণ করেছে।

আগস্ট  থেকেই কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে নাব্য সংকট দেখা দেয়। গত এক সপ্তাহে বড় ফেরি না চলাচল করায় পণ্যবাহী ট্রাক ও আটকে থাকা ট্রাকগুলোর চালকদের পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহার করতে বলা হয়েছে। এরপরও ঘাটের টার্মিনালে দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। নৌপথটি সচল রাখতে সোমবার (১৪ অক্টোবর)  সকাল থেকে দু’টি ছোট ফেরি স্বল্প সংখ্যক যানবাহন পারাপার শুরু করেছে। ডুবোচরে আটকে যাওয়ার আশঙ্কা থাকায় বড় ফেরিগুলো ঘাটে নোঙর করে রাখা হয়েছে।

কাঁঠালবাড়ি-শিমুলিয়া ফেরি ঘাট কাঁঠালবাড়ি ঘাটে আটকা পড়া পণ্যবাহী ট্রাক চালক সাজিদুল বেপারী জানান, এভাবে ঘাটে আটকা থাকা অত্যন্ত কষ্টকর। নির্ধারিত সময়ের গন্তব্যে মালামাল পৌঁছে দিতে না পারলে টাকা পাওয়া যাবে না। এছাড়া ড্রাইভার হেলপাররা দিনের পর দিন ঘাটে বসে থেকে খাওয়া খরচে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

কাঁঠালবাড়ি ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক নাসিরউদ্দিন সরকার জানান, রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সোমবার সারাদিন দু’টি ছোট ফেরি দিয়ে অ্যাম্বুলেন্স ও প্রাইভেট গাড়ি পারপারা করা হয়েছে। কোনও পণ্যবাহী ট্রাক পার হতে পারেনি। ট্রাক চালকদের বিকল্প পথে অর্থাৎ পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে পারাপার হতে বলা হচ্ছে।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন বলেন, গত দুই সপ্তাহ ধরে ছোট দু’টি ফেরি দিয়ে মাঝে মাঝে জরুরি অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। মাঝে মাঝে পরিস্থিতি অনুযায়ী বড় দু-একটি ফেরি চলাচল করা সম্ভব হয়। বর্তমানে ড্রেজিং বিভাগ খননকাজ করছে। দ্রুত ডুবোচর কেটে চলাচল স্বাভাবিক করতে পারলে এই পরিস্থিতির নিরসন হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত