X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘তুলসি গাছ আর ঠাকুরের ছবি দেখে দেখে হামলা করেছিল ওরা’

আহাদ চৌধুরী তুহিন, ভোলা
২৩ অক্টোবর ২০১৯, ২২:০৮আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১২:০২

প্রতিমা ভাঙচুর ভোলার বোরহানউদ্দিন থানা ভবন থেকে একশ’ মিটারের মতো দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌর এলাকার একটি মহল্লার নাম ভাওয়ালবাড়ী। হিন্দু-মুসলিম মিলে ৪০টির মতো পরিবার বাস করে সেখানে। গত রবিবার (২০ অক্টোবর) বোরহানউদ্দিনে জনতা-পুলিশ সংঘর্ষে চার জন নিহত ও শতাধিক আহতের ঘটনার পর একদল লোক ভাওয়ালবাড়ীর শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম মন্দিরে ও হিন্দুদের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে। এসময় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেয় তারা। সেই দিনের কথা মনে করে এখনও আতঙ্কে ভুগছেন এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকেরা। কারা হামলা করেছিল, এখনও তা চিহ্ণিত করতে পারেনি পুলিশ বা প্রশাসন।

উল্লেখ্য, হামলার ওই ঘটনায় শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম মন্দিরের সভাপতি সত্য প্রসাদ দাস বোরহানউদ্দিন থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলাও দায়ের করেছেন।

শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম মন্দিরের সভাপতি ও বোরহানউদ্দিন হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সত্য প্রসাদ দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মন্দিরে হামলা হতে পারে এমন কোনও বিষয় আমাদের ভাবনায়ও ছিল না। রবিবার দুপুরের দিকে হঠাৎ শতাধিক সন্ত্রাসী মন্দিরে হামলে পড়ে। এরপর আমার বসতঘরে হামলা করে আসবাবপত্র ভাঙচুর করে। একপর্যায়ে আমাকেও মারধর করে। তাদের পায়ে ধরেও রক্ষা পাইনি। হামলাকারীদের একজন লাঠি দিয়ে আমার মাজায় আঘাত করলে আমি ফ্লোরে বসে পড়ি। ওই সন্ত্রাসীরা ভাওয়ালবাড়ীর ৮/৯টি বাসায় ভাঙচুর করেছে।’

ঘটনার প্রত্যক্ষদর্শী আভা রাণী দাস (৬০) বলেন, ‘ঈদগা মাঠে পুলিশের সঙ্গে সংঘর্ষের খবরে দুশ্চিন্তায় পড়েছিলাম। কিন্তু পরিস্থিতি এতটা খারাপ হবে তা ঘুণাক্ষরেও চিন্তায় আসেনি। কিছু বুঝে ওঠার আগেই একদল লোক চলে আসে আমাদের পাড়ায়। কলাপসিবল গেটের বাইরে তালা দিয়ে ঘরের ভেতরে আশ্রয় নিই আমরা পরিবারের ছয়-সাত সদস্য। ভেতরে আমরা আছি তা যেন কেউ বুঝতে না পারে সেজন্য ঘরের সব লাইট-ফ্যান বন্ধ রাখি। এরপরও রেহাই মেলেনি। ঘরের পাশের মন্দিরে প্রতিমা আর আসবাব তছনছ করে হিন্দুদের বাড়িমুখো হয় আক্রমণকারীরা। আমাদের ঘরের জানালা ভেঙে মহল্লার অন্য বাসার দিকে চলে যায় তারা।’

ঘটনার চার দিন পরেও যখন ওই নাশকতার বর্ণনা দিচ্ছিলেন আভা রাণী, তখনও আতঙ্কে জড়োসড়ো হয়ে ওঠেন তিনি। আভা রাণী বলেন, ‘কী হয়ে গেলো তা এখনও বুঝে উঠতে পারছি না। হঠাৎ কয়েকশ লোক ভরদুপুরে মহল্লায় আসে। মন্দিরের ঠাকুর আর সব জিনিস ভাঙতে থাকে। এরপর আমাদের ঘরে এসে জানালার থাই গ্লাস ভেঙে চলে যায়। যাওয়ার সময় বলে, এই ঘরে কেউ নাই চল।’

ভেঙে ফেলা ফার্নিচার সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে এলাকার বাসিন্দা লক্ষ্মী রাণী এ প্রতিনিধিকে বলেন, ‘২৫-৩০ জন ভাগাভাগি হয়ে বাড়িগুলোতে হামলা চালায়। ঘরের সামনে তুলসি গাছ আর ঠাকুরের ছবি দেখে দেখে তারা আমাদের ঘরে হামলা করে। দরজা বন্ধ থাকায় টিনের বেড়া ভেঙে ভেতরে ঢোকে। একে একে সব কিছু ধ্বংস করে দিয়েছে। পানি যে খাবো সেই পাত্রটিও নেই। আমার চাল রাখার একটি ড্রাম ছিল, সেটাও ভেঙে চুরমার করে দিয়েছে ওরা।’
লক্ষ্মী রাণীর মেয়ে স্মৃতি দে বলেন, ‘আমাদের ঘর ভেঙে ওরা পেছনের দিকে যায়। পরে সেখান থেকে ফিরে আসে। যাওয়ার সময় দুই জন বলে, এই বাড়ি পোড়াইয়া দে। পরে কাপড় চোপড় আর ভেতর থেকে তোষক এনে আগুন ধরিয়ে দেয়।’
লক্ষ্মী রাণী বলেন, ‘মেয়ের টিউশনি আর ওর বাবার কিছু আয় দিয়ে সংসারটা চলতো। এখন কীভাবে কী হবে, জানি না। ওরা তো আমার সবই শেষ করে দিয়েছে।’
স্থানীয়রা জানান, এই মহল্লায় ৩৫-৪০টি পরিবারের বাস। প্রায় ৩০টি হিন্দু পরিবার ছাড়া বাকিগুলো মুসলিমদের। সবার সঙ্গে সম্প্রীতির সম্পর্ক রয়েছে বলে জানান বোরহানউদ্দিন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাজীব রতন দে। তিনি বলেন, ‘এখানকার মুসলমানদের জন্যে পেছনের দিকে কয়েকটি হিন্দু বাড়ি রক্ষা পেয়েছে। সন্ত্রাসীরা যখন ওদিকে ভাঙতে যায়, তখন মুসলমান এক পরিবারই বলছে, এগুলো আমাদের। পরে ওই বাড়িগুলো রক্ষা পায়।’
ভাঙচুরের পরে যে অবস্থায় ছিল, বুধবার ওই এলাকায় ঘুরে ওই একই অবস্থায় পড়ে থাকেতে দেখা যায় মন্দির ও বাড়িঘরগুলোর। রবিবার হিন্দু বাড়ি ও মন্দিরের পাশাপাশি পিয়াস চৌধুরী নামে এক ব্যবসায়ীর ফারনিচারের দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মন্দিরের যুগ্ম সম্পাদক সঞ্জয় দাস জানান, ‘রবিবারের সংঘর্ষের ঘটনায় স্থানীয়রা যখন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনছিলেন তখন একদল মানুষ মন্দির ও হিন্দু বাড়িগুলোতে হামলা চালায়। সে দৃশ্য মনে হলে এখনও আঁৎকে উঠি।’
বাড়ি ভাঙচুর বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, ‘মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় থানায় মঙ্গলবার (২২ অক্টোবর) একটি মামলা হয়েছে। এতে ৪০০-৫০০ অজ্ঞাত লোককে আসামি করা হয়েছে। এখন প্রকৃত দোষী ও অপরাধীদের খুঁজে বের করে গ্রেফতারের কাজ চলছে।’
ভোলা জেলা প্রশাসনের পক্ষে রবিবারের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার ভোলার উপ-পরিচালক মামুদুর রহমান, কমিটির সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটিও শিক্ষা) আতাহার মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহসিন আল ফারুক এবং বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক আজ বুধবার দুপুরে ভাওয়ালবাড়ীতে ভাঙচুর করা মন্দির ও বাসাগুলো পরিদর্শন করেন।
মামুদুর রহমান বলেন, ‘আজ বুধবার দুপুরে হিন্দু সম্প্রদায়ের নেতা, উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম ওলামাদের সঙ্গেও সভা করেছি এবং তাদের বক্তব্য ও ঘটনার তথ্য উপাত্ত নিয়েছি। আমাদের তদন্ত রিপোর্ট দেওয়ার শেষ সময় আজ বুধবার। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে আরও কিছু সময় লাগবে। তাই জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে আরও দুই দিন সময় বাড়িয়ে নেবো।’

এব্যাপারে ভোলার সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের  কার্যকরি সদস্য মাওলানা রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কারা এ হামলা করেছে তা আমরা জানি না। সেখানে তৌহিদি জনতা নবী করিমকে (সা:) অবমাননাকারী বিপ্লব বৈদ্য শুভর ফাঁসির দাবিতে সমাবেশ আহ্বান করেছিল। সেখানে অন্য কিছু ছিল না। সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ দাবি করছে, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী ও সেটাই প্রত্যাশা করে।’ 




বরিশাল রেঞ্জের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম বুধবার বোরহানউদ্দিনে সাংবাদিকদের বলেন, ‘গত ২০ তারিখ যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা নিয়ে একাধিক মামলা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এলাকার থমথমে পরিস্থিতি ধীরে ধীরে কাটতে শুরু করেছে। পুলিশ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। ভোলা সদর ও বোরহানউদ্দিনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।’ এ ব্যাপারে বোরহানউদ্দিন থানায় গিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে সব বিষয়ে আলোচনা করেছেন বলে জানান ডিআইজি।




উল্লেখ্য, গত ১৮ অক্টোবর নিজের ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগে ভোলার বোরহানউদ্দিন থানায় জিডি করেন বিপ্লব চন্দ্র বৈদ্য (২৫) ওরফে শুভ। তার অ্যাকাউন্টের ম্যাসেঞ্জার থেকে ‘মহানবীকে নিয়ে অবমাননাকর বক্তব্য’ ছড়িয়ে সেই ‘স্ক্রিনশট’ ব্যবহার করে গত শুক্রবার থেকে বোরহানউদ্দিনে উত্তেজনা সৃষ্টির অভিযোগ করা হয়। পুলিশ বিপ্লবের অ্যাকাউন্ট হ্যাকের প্রমাণ পায় এবং দুই জনকে গ্রেফতার করে। তবে ফেসবুকে কথিত বক্তব্যের জেরে একটি পক্ষ উত্তেজনা ছড়ায়। রবিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলা সদরের ঈদগাহ মাঠে প্রতিবাদ সভার ঘোষণা দেওয়া হয়। পুলিশ সেখানে সতর্ক অবস্থান নিলেও একটি গ্রুপ ঈদগাহ ময়দানে প্রবেশ করে মানুষকে উত্তেজিত করতে থাকে এবং পুলিশের ওপর হামলা চালায়। পরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও গুলি চালায়। এতে চার জন নিহত হন। আহত হন ১০ পুলিশসহ প্রায় দেড়শতাধিক লোক।

পরে আইসিটি আইনের মামলায় বিপ্লবসহ তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা দুইজনকে কারাগারে পাঠায় পুলিশ।এদিকে সহিংসতার বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজিকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে সারাদেশে পুলিশকে সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে। এ ঘটনায় ভোলার জেলা প্রশাসক স্থানীয় সরকার উপ-পরিচালক মামুদুর রহমানকে প্রধান করে ওই দিনই (রবিবার) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইটি অ্যান্ড এডুকেশন) আতাহার মিয়া ও ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহসিন আল ফারুক।

পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) রাতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ভোলা জেলায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন জেলা ম্যাজিস্ট্রেট। সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আরও পড়ুন- 

পুলিশি টহলেও থমথমে বোরহানউদ্দিন

বোরহানউদ্দিনে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে নিহত ৪, অর্ধশতাধিক আহত 

যেভাবে বোরহানউদ্দিনে হামলা-সংঘর্ষ

বিপ্লবের আইডি হ্যাক হয়েছিল: পুলিশ সুপার

বোরহানউদ্দিনে সংঘর্ষ: পাঁচ হাজার জনকে আসামি করে মামলা

ভোলায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ভোলার ঘটনায় জড়িত কাউকে ছাড় নয়: প্রধানমন্ত্রী

ভোলার ঘটনায় পুলিশ সদর দফতরের ব্যাখ্যা: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

/এফএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়