X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আরও একবার চেষ্টা করে দেখতেই পারি: প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৯

টলিউডের চর্চিত যুগল প্রিয়াঙ্কা সরকার ও রাহুল ব্যানার্জি। দুজনের অভিষেক হয়েছিল ২০০৮ সালের দর্শকনন্দিত সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে। সেই কাজ করতে গিয়েই প্রেমে পড়েন একে-অপরের। এর দু’বছর পর ২০১০ সালে তারা বিয়ে করেন।

ভালোবাসার সেই সংসার টিকেছিল আট বছর। অতঃপর বিচ্ছেদের পথে হাঁটেন রাহুল-প্রিয়াঙ্কা। তবে প্রায় পাঁচ বছরের বিচ্ছেদ পর্ব কাটিয়ে গেলো বছর আবারও এক হয়েছেন তারা। একমাত্র ছেলে সহজের কথা ভেবেই নাকি সম্পর্কে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রাহুল। যদিও সে সময় প্রিয়াঙ্কা কিছু বলেননি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বললেন, ‘সম্পর্কের দিক থেকে আমরা একসঙ্গে আছি। এর বেশি কিছু না। রাহুল একটা সাক্ষাৎকারে বলেছে, ও আমাদেরই আবাসনে থাকতে চায়; যাতে আমার আর সহজের সঙ্গে বেশি সময় কাটাতে পারে। কিন্তু কয়েক দিন পর অন্য একটা খবরে পড়লাম, আমরা নাকি এখন এক ছাদের নিচে রয়েছি! তাই খুব বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা দুজনে অনেকটাই পরিণত। এখন আর সব কথায় কান দিই না।’

তাহলে রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্কটা এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে? এমন প্রশ্নের বিপরীতে অভিনেত্রী বলেন, ‘আমরা এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমাদের আরও একটু সময় চাই। কারণ, মাঝে আমাদের দুজনের জীবনেই অনেক কিছু ঘটেছে। যুগল হিসেবে হয়তো তখন আমরা সফল ছিলাম না। কিন্তু আমরা এখনও বন্ধু এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। দুজনেই দুজনের ভুল-ত্রুটিগুলো জেনে আমাদের এই উদ্যোগটা সফল হোক, সেটাই চাই। হবে কিনা জানি না।’

পুত্র সহজের সঙ্গে রাহুল-প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার মতে, ছেলে সহজ তো বটেই, পাশাপাশি একান্ত মনের কথা ভেবেও এক হওয়ার চিন্তা স্থির করেছেন। তার ভাষ্য, ‘জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে নিজেদের দোষ-গুণ জেনে মনে হয়েছিল, আমরা আরও একবার চেষ্টা করে দেখতেই পারি। যখন আলাদা ছিলাম তখন প্রচুর অনুরাগীর কাছ থেকে মন্তব্য পেতাম, আমাদের এক হয়ে যাওয়া উচিত। নতুন করে সিদ্ধান্ত নেওয়ার পরও প্রচুর শুভেচ্ছা বার্তা পেয়েছি। ভবিষ্যতে কী হবে জানি না।’

জীবনে দ্বিতীয় সুযোগ পাওয়া প্রসঙ্গে প্রিয়াঙ্কার মন্তব্য এরকম, ‘আমি একসময় প্রচুর ভুল করেছিলাম। ঈশ্বরের আশীর্বাদে আবার সুযোগ পেয়েছি। ১৭ বছর বয়সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। বহু বছর মা-বাবার সঙ্গে আমার কোনও যোগাযোগ ছিল না। আজকে আমি আমার মা-বাবার সঙ্গেই রয়েছি। এই সুযোগটা তো সকলে পান না। আমি যখন সুযোগ পেয়েছি, তখন ইগো ধরে রেখে অন্য কাউকে তার ভুল শুধরে নেওয়ার সুযোগ না দেওয়াটা ঠিক নয়।’

প্রিয়াঙ্কা সরকার এদিকে প্রিয়াঙ্কা সরকার বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘অহল্যা’র প্রচারণায়। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এটি মুক্তি পাচ্ছে। অভিমন্যু মুখার্জি নির্মিত ছবিটিতে তার সঙ্গে আছেন বনি সেনগুপ্ত, পায়েল সরকার প্রমুখ।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু