X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

১০ বছর প্রেম, এই মার্চে বিয়ে

বিনোদন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৯

বিয়ের বাজনা বেজেই চলছে বলিউডে। গত কয়েক মাসে বেশ কয়েকজন তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। ক’দিন আগেই জমকালো আয়োজনে দ্বৈত জীবন শুরু করলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। সেই খবরের রেশ কাটতে না কাটতেই আরেক অভিনেত্রীর বিয়ের সানাই বেজে উঠছে।

এবারের তারকা তাপসী পান্নু। জানা গেছে, দীর্ঘ ১০ বছরের প্রেম অধ্যায় পেরিয়ে এবার তিনি বিয়ে করছেন। প্রেমিক ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গেই ঘর বাঁধছেন ‘হাসিন দিলরুবা’ অভিনেত্রী। খবর এনডিটিভির।

এই মার্চেই বিয়েটা সেরে নেবেন তাপসী ও ম্যাথিয়াস। রাজস্থানের প্রাসাদ নগরী উদয়পুরে হবে বিয়ের আয়োজন। তবে সেই আয়োজনে কেবল দুই পরিবারের ঘনিষ্ঠরাই উপস্থিত থাকবেন। কোনও বড় তারকাকে তারা নিমন্ত্রণ দিচ্ছেন না। সূত্রের তথ্য অনুসারে, তাপসী ও ম্যাথিয়াসের বিয়ে হবে শিখ ও খ্রিষ্টান দুই রীতিতে।

তাপসী ও ম্যাথিয়াস প্রেমের বিষয়টি কখনও লুকোছাপা করেননি তাপসী। বরাবরই তা স্বীকার করেছেন, প্রকাশ্যে রেখেছেন। গেলো বছরের জুলাইতে সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত তাপসীর কাছে বিয়ের প্রসঙ্গে জানতে চান। তখন অভিনেত্রী বলেছিলেন, বিয়ে নিয়ে তাদের তাড়াহুড়ো নেই। যখন সন্তান নেওয়ার পরিকল্পনা করবেন, তখনই বিয়ে করতে চান। সেই পরিকল্পনাতেই হয়তো এগোচ্ছেন তারা।

প্রসঙ্গত, তাপসী পান্নুকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের ২১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ডাঙ্কি’ সিনেমায়। রাজকুমার হিরানির নির্মাণে এই ছবিতে তার নায়ক শাহরুখ খান। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ও লাড়কি হ্যায় কাহাঁ’, ‘ফির আয়ি হাসিন দিলরুবা’, ‘খেল খেল মে’ ছবিগুলো।

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
গুঞ্জন সত্যি, বিয়ে করলেন তাপসী
গুঞ্জন সত্যি, বিয়ে করলেন তাপসী
বক্স অফিস: ৪০০ কোটির ক্লাবে ‘ডাঙ্কি’, প্রভাসের ‘সালার’ কতদূর
বক্স অফিস: ৪০০ কোটির ক্লাবে ‘ডাঙ্কি’, প্রভাসের ‘সালার’ কতদূর
যে নায়ককে দেখে নির্বাক হলেন তাপসী পান্নু 
যে নায়ককে দেখে নির্বাক হলেন তাপসী পান্নু 
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা