X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আলোচিত ছবি: কোথায়, কীভাবে দেখবেন

বিনোদন ডেস্ক
০২ মার্চ ২০২৪, ২১:১১আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০০:৫৫

সিনেমা হলের পাশাপাশি বড় মাধ্যম হয়ে উঠেছে ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্ম। বিশ্বজুড়ে এরকম বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যেগুলোতে নিয়মিত সিনেমা-সিরিজ মুক্তি পাচ্ছে। আর দর্শক হুমড়ি খেয়ে পড়ছে দেখার জন্য। সদ্য শুরু হওয়া মার্চ মাসে হলিউডের বেশ কয়েকটি আলোচিত সিনেমা আসছে অন্তর্জালে। কোন ছবি কোথায় দেখা যাবে, সেসব নিয়েই এ আয়োজন। 

পুওর থিংস পুওর থিংস

সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত সিনেমা এটি। বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে ইয়োর্গস লান্থিমোস নির্মিত ছবিটি। আসন্ন ৯৬তম অস্কারে ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে এটি। ইতোমধ্যে ছবিটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড ও বাফটা পুরস্কার জিতেছেন এমা স্টোন। ভ্যারাইটির সমালোচক পিটার ডেব্রাগের মতে, ২০২৩ সালের সেরা ছবি ‘পুওর থিংস’। আগামী ৭ মার্চ এটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হুলু-তে।

অ্যানাটমি অব আ ফল অ্যানাটমি অব আ ফল

জাস্টিন ট্রায়েট নির্মিত ফরাসি ছবি এটি। গত বছরের আগস্টে মুক্তি পেয়েছিল। সাড়ে ছয় মিলিয়ন ডলারে নির্মিত ছবিটি বক্স অফিসে আয় করেছে ৩১ মিলিয়ন ডলারের বেশি। এতে অভিনয় করেছেন সান্দ্রা হুলার, সোয়ান আর্লদ, মিলো মাচাদো-গ্রানার, স্যামুয়েল থেইস প্রমুখ। এবারের অস্কারে এটি পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছে। গেলো বছরের কান উৎসবে এটি সর্বোচ্চ পুরস্কার পাম দ’র জিতেছিল। আগামী ২২ মার্চ এটি হুলু-তে আসছে।

টেইলর সুইফট:এরাস ট্যুর টেইলর সুইফট: দ্য এরাস ট্যুর (টেইলর’স ভার্সন)

মার্কিন পপ সেনসেশন টেইলর সুইফটের মিউজিক্যাল ট্যুরের ছবি এটি। যেটা তার গান ও পারফর্মেন্স দিয়েই সাজানো। মুক্তির পর বক্স অফিসে এটি ২৬১ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। ফলে এটি এখন ইতিহাসের সর্বোচ্চ আয়কারী কনসার্ট ফিল্ম। আগামী ১৫ মার্চ এটি মুক্তি পাবে ডিজনি প্লাস-এ। এর জন্য গায়িকাকে ৭৫ মিলিয়ন ডলারের মোটা অংকের অর্থ দিতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।

ওঙ্কা ওঙ্কা

পল কিং নির্মিত মিউজিক্যাল ফ্যান্টাসি ছবি এটি। মুক্তি পেয়েছে গত বছরের ১৫ ডিসেম্বর। এতে অভিনয় করেছেন তিমোথি চ্যালামেট, চালা লেন, কিগান-মাইকেল কি, ম্যাট লুকাস প্রমুখ। ১২৫ মিলিয়ন ডলারের এই ছবি বক্স অফিসে সংগ্রহ করেছে ৬১৪ মিলিয়ন ডলার। আগামী ৮ মার্চ এটি মুক্তি পাবে ম্যাক্স-এ। 

নেপোলিয়ন নেপোলিয়ন 

জনপ্রিয় অভিনেতা ওয়াকিন ফনিক্স অভিনীত নতুন ছবি এটি। বানিয়েছেন রিডলি স্কট। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের জীবনের ঘটনা প্রবাহ উঠে এসেছে এতে। গেলো বছরের নভেম্বরে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ছবিটি আয় করেছে ২২০ মিলিয়ন ডলার। ১ মার্চ এটি মুক্তি পেয়েছে অ্যাপল টিভি প্লাস-এ।

অ্যাকুয়াম্যান অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম

ওয়ার্নার ব্রাদার্সের আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাকুয়াম্যান’র নতুন ছবিটি বানিয়েছেন জেমস ওয়্যান। এতে জেসন মমোয়ার সঙ্গে আরও রয়েছেন প্যাট্রিক উইলসন, অ্যাম্বার হার্ড, র্যা ন্ডাল পার্কসহ অনেকে। গত ২২ ডিসেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বক্স অফিসে ছবিটি আয় করেছে ৪৩৪ মিলিয়ন ডলার। গত ২৭ ফেব্রুয়ারি থেকে এটি দেখা যাচ্ছে ম্যাক্স-এ।
 
সূত্র: ভ্যারাইটি

/কেআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা