X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
নারী দিবস বিশেষ

গার্হস্থ্য সহিংসতা: কেউ সাক্ষী, কেউ শিকার

কামরুল ইসলাম
কামরুল ইসলাম
০৮ মার্চ ২০২৪, ০০:৩৮আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১১:৫৮

ওই যে কথায় আছে, আলোর পেছনে অন্ধকার! ঠিক তাই, বিনোদন জগৎ বলতে সবাই বোঝে আলোয় ঝলমলে রঙিন এক দুনিয়া। ভুল নয় অবশ্য। কিন্তু সেই আলোর পেছনেও আছে ঘন অন্ধকারের অচেনা সব গল্প। যেগুলো খুব কমই আসে প্রকাশ্যে। গানে, অভিনয়ে দ্যুতি ছড়ানো নারী তারকাদের অনেকেই শিকার হয়েছেন সহিংসতার। কেউ যৌন হেনস্তা, তো কেউ হয়েছেন গার্হস্থ্য সহিংসতার শিকার। সেসব অসহনীয় অধ্যায় পেরিয়েও তারা জ্বলে উঠেছেন নিজ আলোয়, যোগ্যতায়। এরকম কয়েকজন নারী তারকার ঘটনাই জানা যাক এ আয়োজনে... 

ম্যাডোনা

কুইন অব পপ খ্যাত গায়িকা তিনি। গোটা বিশ্ব তার কণ্ঠে বুঁদ। জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের মিশিগানে। তবে গানের খ্যাতিটা পেয়েছে নিউ ইয়র্কে এসে। কিন্তু এসেই পড়েছিলেন মহাবিপদে। ২০১৩ সালে ম্যাডোনা বলেছিলেন, ‘যেমনটা ভেবেছিলাম, নিউ ইয়র্ক আসলে তেমন ছিল না। এই শহর আমাকে হাত বাড়িয়ে স্বাগত জানায়নি। প্রথম বছরেই আমাকে গুলি ঠেকিয়ে ধর্ষণ করা হয়েছিল একটি ভবনের ছাদে। একবার আমার পিঠে চাকু চালানো হয়েছিল, এমনকি আবার অ্যাপার্টমেন্টে তিনবার হামলা চালানো হয়েছিল।’ ম্যাডোনা ক্রিস্টিনা অ্যাগুইলেরা

সর্বকালের সেরা কণ্ঠশিল্পীদের একজন বিবেচনা করা হয় তাকে। মার্কিন এই গায়িকার অনবদ্য গায়কীতে মুগ্ধ হয়নি, এমন সংগীতপ্রেমী পাওয়া দুষ্কর। কিন্তু তার শৈশব-কৈশোর মোটেও সুখকর ছিল না। এক সাক্ষাৎকারে গ্র্যামীজয়ী তারকা জানিয়েছেন, ছোটবেলায় প্রতিনিয়ত বাবার কাছ থেকে শারীরিক ও মানসিকভাবে দুর্ব্যবহারের শিকার হয়েছিলেন। তার ভাষ্য, ‘একটা বাজে পরিবেশে বড় হয়েছি আমি। মনে হতো আমাকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।’ এই দমবন্ধ অবস্থা থেকে মুক্তি পেতেই গান বেছে নেন তিনি। তবে দাম্পত্য জীবন নিয়ে তেমন কোনও অভিযোগ নেই ক্রিস্টিনার। জর্ডান ব্যাটম্যানের সঙ্গে ছয় বছরের সংসারে ইতি টেনেছেন ২০১১ সালে। তবু সন্তানের দেখাশোনা দুজনে মিলেই করছেন।
ক্রিস্টিনা অ্যাগুইলেরা রিয়ানা

এক নামে গোটা দুনিয়ায় পরিচিত তিনি। গায়িকা হিসেবে অসামান্য সাফল্য লাভ করেছেন। তবে প্রেমিক র‌্যাপার ক্রিস ব্রাউনের সঙ্গে তার ঝামেলার কথা একসময় টক অব দ্য ইন্ডাস্ট্রি ছিল। এক রাতে রিয়ানাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বের করে দেন ক্রিস। শুধু তাই নয়, ২০০৯ সালের গ্র্যামি পুরস্কারের আগের রাতে গাড়ির জানালার সঙ্গে রিয়ানার মাথা ঠেকিয়ে উপর্যুপরি ঘুষি মেরেছিলেন প্রেমিক র‌্যাপার। পরে গায়িকা পুলিশে অভিযোগ করেন এবং গ্রেফতার করা হয় ব্রাউনকে। ২০১২ সালে পুনরায় ব্রাউনের সঙ্গে সম্পর্ক হয় রিয়ানার। কিন্তু টেকসই হয়নি। এক বছর পরই ফের আলাদা হয়ে যান তারা। পরবর্তীতে সৌদি ব্যবসায়ী হাসান জামীলের সঙ্গে তিন বছরের সম্পর্ক ছিল গায়িকার। বর্তমানে তার সঙ্গী মার্কিন র‌্যাপার অ্যাসাপ রকি। রিয়ানা

ডেবি মরগান

মার্কিন এই টিভি তারকা জীবনে বহুবার গার্হস্থ্য সহিংসতার সাক্ষী হয়েছেন। ২০১৫ সালে ওপরাহ উইনফ্রের অনুষ্ঠানে এসে তিনি জানিয়েছিলেন, ছোটবেলায় এমনও দেখেছেন তিনি, তার মাকে খুঁটি দিয়ে শ্বাসরোধ করে রেখেছেন বাবা! এমন প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠার পর নিজের দাম্পত্য জীবনেও সুখের দেখা সেভাবে পাননি। তার প্রথম তিনজন স্বামীই অত্যাচারী ছিলেন বলে জানান অভিনেত্রী। ২০০৯ সাল থেকে তিনি জেফেরি উইনস্টনের সঙ্গে সংসার করছেন। ডেবি মরগান শার্লিজ থেরন

জন্ম দক্ষিণ আফ্রিকায়। তবে প্রতিষ্ঠিত হয়েছেন যুক্তরাষ্ট্রে। হলিউডের প্রথম সারির এই অভিনেত্রীর ছোটবেলা ছিল রীতিমতো ভয়ংকর! তার বাবা চার্লস একজন মাদকাসক্ত ব্যক্তি ছিলেন। এক রাতে ঘরে ফিরে এলোপাথাড়ি গুলি করা শুরু করেন। এরপর থেরনের মা গার্দা গুলি করে চার্লসকে মেরে ফেলেন। পরবর্তীতে আদালত রায় দেন যে, আত্মরক্ষায় গুলি চালিয়েছিলেন গার্দা এবং তাকে মুক্তি দেওয়া হয়। এক সাক্ষাৎকারে আক্ষেপ করে শার্লিজ থেরন বলেছিলেন, তিনি যদি অতীতটা পরিবর্তন করতে পারতেন! তার ভাষ্য, ‘আমি বাবা-মাকে ডিভোর্স নেওয়ার জন্য জোর করতাম।’ বর্তমানে জাতিসংঘের শান্তির দূত হিসেবে কাজ করেন থেরন। শার্লিজ থেরন হ্যালি বেরি

মার্কিন এই অভিনেত্রীর মতে, ‘গার্হস্থ্য সহিংসতার শিকার যে কেউ হতে পারেন, এমনকি তারকারাও।’ বেরি জানান, বাবার হাতে তার মা যে অত্যাচারের শিকার হয়েছিলেন, সেই ক্ষত এখনও তার মনে রয়েছে। গার্হস্থ্য সহিংসতা একজন মানুষকে মানসিকভাবে ভেঙে দেয়, তার আত্মসম্মানকে ধ্বংস করে দেয় বলে মনে করেন তিনি। এসব অভিজ্ঞতা থেকে একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন, যেটা নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে কাজ করে। হ্যালি বেরি

তথ্য সূত্র: এবিসি ও এভরি ডে হেলথ

/এমএম/
টাইমলাইন: নারী দিবস
০৮ মার্চ ২০২৪, ১২:০০
০৮ মার্চ ২০২৪, ০০:৩৮
গার্হস্থ্য সহিংসতা: কেউ সাক্ষী, কেউ শিকার
সম্পর্কিত
নারীদের সম-অধিকার ও সমসুযোগ নিশ্চিতে বিনিয়োগ করতে হবে: স্পিকার
নারীদের সম-অধিকার ও সমসুযোগ নিশ্চিতে বিনিয়োগ করতে হবে: স্পিকার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত
আইইউবিতে ‘নেতৃত্বে নারী’ বিষয়ক আলোচনা অনুষ্ঠান
আইইউবিতে ‘নেতৃত্বে নারী’ বিষয়ক আলোচনা অনুষ্ঠান
সোনালী ব্যাংকে নারী দিবস উদযাপন
সোনালী ব্যাংকে নারী দিবস উদযাপন
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা