X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শয়তান: ইতিবাচক প্রতিক্রিয়া, বক্স অফিসেও শুভ সূচনা

বিনোদন ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ১৩:১৫আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৩:৪৮

মারকাট অ্যাকশনের ভিড়ে অনেক দিন পর বলিউডে এসেছে নতুন থ্রিলার ছবি। নাম ‘শয়তান’। বিকাশ বেহল নির্মিত এই ছবিতে আছেন অজয় দেবগন, আর মাধবন ও দক্ষিণী ছবির জ্যোতিকার মতো তারকা। তবে তারকাখ্যাতি ছাপিয়ে ছবিটির গল্প আর নির্মাণই মুগ্ধ করছে সবাইকে।

সিনেমা সমালোচক তরন আদর্শ ছবিটিকে ৫-এর মধ্যে রেটিং দিয়েছেন ৪। তার মধ্যে ছবিটি ‘উইনার’ বা জয়ী। এতে নাটকীয়তা, রোমাঞ্চ, উচ্ছ্বাস, বিস্ময় সবই রয়েছে। ছবিতে অভাবনীয় টুইস্ট এবং বাঁক রয়েছে বলেও জানালেন তিনি।

বলিউড হাঙ্গামার রিপোর্টেও ছবিটির রেটিং ইতিবাচক। সেখানেও ৪ দেওয়া হয়েছে। সঙ্গে বলা হয়েছে, “শয়তান’ একটি হাড় হিম করা থ্রিলার ছবি, যেখানে শিল্পীদের দুর্দান্ত অভিনয় আর ক্লাইম্যাক্স দর্শককে বুঁদ করে রাখে।”

এদিকে প্রশংসার পাশাপাশি ছবিটি বক্স অফিসেও শুভ সূচনা করেছে। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুসারে, শুক্রবার (৮ মার্চ) মুক্তির প্রথম দিনে এর আয় সাড়ে ১৪ কোটি রুপি। ছবিটির নির্মাণ ব্যয় ৬৫ কোটি রুপি। সে হিসেবে প্রথম দিনের আয় মন্দ নয় বলেই মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।

প্রথম দিনের আয়ের মধ্যে ৭ কোটি ২৫ লাখ রুপির মতো এসেছে ভারতের প্রধান তিনটি মাল্টিপ্লেক্স চেইন পিভিআর, আইনক্স ও সিনেপলিস থেকে। বাকিটা অন্যসব প্রেক্ষাগৃহ থেকে। ধারণা করা হচ্ছে, রবিবারের উইকেন্ড শেষে ছবিটি অন্তত ৫৫ কোটি রুপি সংগ্রহ করবে। 

উল্লেখ্য, ‘শয়তান’ হলো গুজরাটি ছবি ‘বশ’র অফিসিয়াল রিমেক। ওই ছবিটি বানিয়েছিলেন কৃষ্ণদেব ইয়াগনিক। ২০২৩ সালের মে মাসে রিমেকের ঘোষণা দেওয়া হয় এবং জুনে শুরু হয় শুটিং। ছবিটি প্রযোজনা করেছে যৌথভাবে দেবগন ফিল্মস, জিও স্টুডিওস ও প্যানোরমা স্টুডিওস।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু