X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কাটা পড়লো নিশোর নাম, যুক্ত হলো যিশু!

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০২৪, ১৩:২৭আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৮:২৩

ঢালিউডের সবচেয়ে আলোচিত ছবি হতে পারতো ‘তুফান’, যদি নির্মাতা-প্রযোজকের পরিকল্পনা কাজে লাগতো। কিন্তু লাগলো না, অস্পষ্ট কারণে নায়ক শাকিব খানের বিপরীতে খলনায়ক আফরান নিশোকে দেখা যাচ্ছে না।

নিশোর বদলে এতে যুক্ত হয়েছেন কলকাতার যিশু সেনগুপ্ত! আফরান নিশোর মতো যিশুর বিষয়টিও সংশ্লিষ্টরা এখনও নিশ্চিত করছেন না। বলছেন, সময় হলে ঘোষণা দেবেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শক্ত সূত্র নিশ্চিত করেছে, আফরান নিশোর নামটি এরমধ্যে কাটা পড়েছে কোনও এক অদৃশ্য হাতে, তাতে নতুন করে যুক্ত হয়েছে কলকাতার যিশুর নাম। এরমধ্যে অভিনেতা চুক্তিবদ্ধও হয়েছেন। যার ঘোষণা আসবে আনুষ্ঠানিকভাবে শিগগিরই।   

প্রায় সবাই জানেন, বছরের অন্যতম আলোচিত ছবি হতে যাচ্ছে ‘তুফান’। যাতে করে প্রথম এক হলেন শাকিব খান ও রায়হান রাফী। দুজনেই এখন ঢালিউডের চালকের আসনে বসে আছেন। তাদের সঙ্গে এই ছবিতে আরও যুক্ত হয়েছেন কলকাতার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। 

সিনেমাটির শুটিং শুরু হবে দ্রুত সময়ের মধ্যে। পুরোপুরি অ্যাকশন ধাঁচের সিনেমা হবে ‘তুফান’। ধারণা করা হচ্ছে, বরাবরের মতো এবারও রাফী দেখাবেন সত্য কোনও গল্পের রেশ। যেখানে উঠে আসবে এক গ্যাংস্টারের জীবনের গল্প, যে গল্পটা বাস্তবেও ছিলো বা আছে এই শহরে। 

সিনেমাটি নির্মিত হচ্ছে চরকি, আলফা আই ও এসভিএফ-এর যৌথ প্রযোজনায়। আগামী ঈদুল আজহায় এটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।

/এমএম/
সম্পর্কিত
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
সিনেমা সমালোচনারাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু