X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লাখো কণ্ঠে ‘বিদ্রোহী’ কবিতা

বিনোদন ডেস্ক
২৮ এপ্রিল ২০১৭, ০০:০৮আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ০০:০৮

লাখো কণ্ঠে জাতীয় কবির ‘বিদ্রোহী’ কবিতা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা নিয়ে বিশেষ আয়োজন করতে যাচ্ছে বাঁশরী ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

লাখো কণ্ঠে গাওয়া হবে এ কবিতাটি। এই উদ্যোগের নাম ‘লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা'। আগামী ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এটি অনুষ্ঠিত হবে। বিকাল ৪টা ১০ থেকে চলবে টানা ৫০ মিনিট।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
বিএনসিসি’র প্রায় ২০ হাজার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করবেন।
জানানো হয়, পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজ।
অনুষ্ঠান প্রযোজনার দায়িত্ব পালন করবেন মুকাদ্দেম বাবু, আবদুস সাত্তার ও মোশতাক হোসেন।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা