X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মাধুরীর মতো নাচতে গিয়ে সমালোচিত জ্যাকুলিন

বিনোদন ডেস্ক
২২ মার্চ ২০১৮, ১০:০৫আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৭:২৭

রিমেক গানটিতে জ্যাকুলিন বলিউডে রিমেক গান কিংবা রিমেক ছবি নিয়ে সাধারণ দর্শকদের বিদ্রুপ ও নেতিবাচক মন্তব্য নিয়মিত ঘটনা। কিন্তু ‘এক দো তিন’ গানের রিমেক নিয়ে রীতিমতো সমালোচনার ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে! সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তো ধুয়ে ফেলছেন দর্শক-সমালোচকরা।
‘তেজাব’ ছবির ‘এক দো তিন’ গানে নেচেছিলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। আর সেটির নতুন রিমেকের সঙ্গে নেচেছেন এ প্রজন্মের নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ। গত ১৯ মার্চ এর ভিডিও প্রকাশের পর থেকে চলছে ব্যাপক সমালোচনা।
টুইটার ব্যবহারকারীরা গানটির ভিডিওকে বলছেন, ‘কুরুচিপূর্ণ’। কারও মন্তব্য, এই ভিডিও দেখলে নাকি বমি চলে আসে! কেউ মনে করেন, এটি ‘আবর্জনা’ ছাড়া আর কিছুই না। এমনও বলা হচ্ছে, ‘ইতিহাসের সবচেয়ে বাজে রিমেক’।
একজন টুইটে লিখেছেন, ‘রিমেকে জ্যাকুলিনকে দেখে আমার মা রাগে-ক্ষোভে ফেটে পড়েছেন।’ আরেকজনের বিদ্রুপাত্মক পরামর্শ, ‘বলিউডের নিন্দিত রিমেক ট্রেন্ডকে ডুবিয়ে দেওয়ার জন্য এই জঘন্য গানটির প্রশংসা করতে পারি আমরা।’ আরেকজনের প্রশ্ন, ‘প্রিয় বলিউড, আমার শৈশবের কীইবা বাকি রেখেছো? কেন রিমেকের নামে এমন বিকৃতি ঘটাও?’
৫০ বছর বয়সী মাধুরীর অন্ধভক্তদের মনে হয়েছে, ‘এক দো তিন’ রিমেকটি নিন্দনীয় ও অবমাননাকর। তাদের দাবি, ধ্রুপদী ব্যাপার আবার ঘটানোর চেষ্টা না করাই ভালো। এ রিমেকের মধ্য দিয়ে মাধুরীকে অবমাননা করা হয়েছে। তারা ভাবছেন, এর মাধ্যমে প্রিয় অভিনেত্রীর সব কীর্তি ধুলায় মিশে গেছে!
রিমেক গানটিতে জ্যাকুলিন রসিকতা করে একজন মাধুরীর বন্দুক তাক করে রাখা একটি স্থিরচিত্র পোস্ট করেছেন। স্থিরচিত্রের ক্যাপশন : ‘এক দো তিন দেখার পর মাধুরী!’ কঠোর সমালোচনা করতে গিয়ে একজন লিখেছেন, ‘জ্যাকুলিনের চেয়ে মাধুরীর পায়ের নখের অভিব্যক্তিও ভালো ছিল!’
মাধুরী কেন অনবদ্য ছিলেন সেই ব্যাখ্যা আছে একটি টুইটে, ‘অভিব্যক্তিতে গল্পের অন্য চরিত্রগুলোর আকাঙ্ক্ষাকে ছাপিয়ে যেতে পেরেছেন মাধুরী। দর্শকের মন জয়ের চেষ্টা না করে মনের আনন্দে নেচেছিলেন তিনি। কিন্তু জ্যাকুলিনের রিমেকে ঘটেছে উল্টোটা।’
‘তেজাব’ ছবির পরিচালক এন. চন্দ্রারও ভালো লাগেনি রিমেক ভিডিওটি। উল্টো তিনি ভীষণ হতাশ। তার ভাষ্য, ‘মাধুরী দীক্ষিতের নাচ জ্যাকুলিনকে দিয়ে করানো মানে সেন্ট্রাল পার্ককে বোটানিক্যাল গার্ডেনে পরিণত করা। তারা এটা ভাবলো কীভাবে!’
‘সেভ দ্য ক্ল্যাসিকস’ হ্যাশট্যাগসহ একজন পরামর্শ দিয়েছেন, ‘বাঘি টু’ থেকে এই গান ও ভিডিও বাদ দেওয়া উচিত নির্মাতাদের। এমন কিছু বানানো হয়েছে ভুলে গেলেই ভালো।
‘এক দো তিন’ রিমেক:


টাইগার শ্রফ ও দিশা পাটানি জুটির ছবি ‘বাঘি টু’র জন্য সাজানো হয়েছে ‘এক দো তিন’ রিমেক গানটি। এতে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। মূল শিল্পী ছিলেন অলকা ইয়াগনিক। আহমেদ খান পরিচালিত ‘বাঘি টু’ মুক্তি পাবে আগামী ৩০ মার্চ।

মাধুরী দীক্ষিত অভিনীত ‘এক দো তিন’:

/জেডএল/এমএম/ চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা