X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

‘স্বপ্নজাল’-এ ‘মনপুরা’র সোনাই-পরী!

সুধাময় সরকার
২৩ মার্চ ২০১৮, ১৬:০৫আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৮:০৮

বাস্তবের সোনাই-পরী’র সঙ্গে ‘মনপুরা’র জনক সেলিম ‘মনপুরা’ ইতিহাসের টানা নয় বছর পর আবার পর্দায় উঠছে গিয়াস উদ্দিন সেলিমের নতুন ছবি ‘স্বপ্নজাল’। এটি ৬ এপ্রিল মুক্তি পাচ্ছে বাংলাদেশে। তার আগেই তৈরি হয়েছে ছবিটি নিয়ে দর্শক-সমালোচকদের বিশেষ আগ্রহ।
এরমধ্যে ছবিটির ট্রেলার মুগ্ধ করেছে সবাইকে। দেখা গেছে নতুন জুটি ইয়াশ রোহান আর পরীমনির মনোমুগ্ধকর অভিনয় ঝলক। সঙ্গে দর্শকদের মনে করিয়ে দিয়েছে সেলিমের তৈরি ‘মনপুরা’র সোনাই-পরী জুটির সেই বিচ্ছেদের সুর। যেখানে সোনাই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর পরী চরিত্রে ছিলেন ফারহানা মিলি।
মজার তথ্য হলো, ‘মনপুরা’র সেই সোনাই-পরী জুটিকে পাওয়া যাচ্ছে এবারের ‘স্বপ্নজাল’-এও! যদিও পরিচালকের স্পষ্ট ভাষ্য, ‘মনপুরা’ থেকে নিজেকে ও দর্শককে বেরিয়ে আনার জন্যই মাঝে তার দীর্ঘ প্রস্তুতি। তিনি জানান, শুধু ‘স্বপ্নজাল’ প্রজেক্ট তৈরি করতে টানা ৪ বছর ব্যয় করেছেন। চেয়েছেন, ‘মনপুরা’ যেন তার নতুন কাজটিতে ছায়া হয়ে ফিরে না আসে। অথচ বাস্তবতা হলো এই, ‘মনপুরা’ দিয়ে কোটি দর্শকের মনে দাগ কেটে রাখা সেই সোনাই-পরী নাম দুটি ফিরে এসেছে ‘স্বপ্নজাল’-এ!   
বিষয়টি হাতেনাতে প্রথম প্রকাশ পেল ২২ মার্চ রাতে। এদিন ‘স্বপ্নজাল’ সংশ্লিষ্টদের পরিচয় করিয়ে দিতে সাংবাদিকদের সঙ্গে বসেছিলেন গিয়াস উদ্দিন সেলিম। হাজির ছিলেন ইয়াশ রোহান, পরীমনি, ফজলুর রহমান বাবু, কণ্ঠশিল্পী কৃষ্ণকলি, সিনেমাটোগ্রাফার খসরুসহ ‘স্বপ্নজাল’ সংশ্লিষ্ট প্রায় সবাই। অনুষ্ঠানে আড্ডার ফাঁকে ফাঁকে গিয়াস উদ্দিন সেলিম একে একে সবাইকে ডেকে নিচ্ছিলেন কাজটি করার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। একপর্যায়ে ডাক পড়লো ‘সোনাই’র। অথচ সেখানে উপস্থিত ছিলেন না ‘মনপুরা’র চঞ্চল চৌধুরী! আবার ‘সোনাই’ ডাকের সঙ্গে সবার সামনে হাজির হলেন লাজুক প্রকৃতির নায়ক ইয়াশ রোহান! যিনি ‘স্বপ্নজাল’-এ অভিনয় করছেন ‘অপু’ চরিত্রে।

উপস্থিত সাংবাদিকরা একটু বিস্মিত। নির্মাতার প্রতি চটজলদি প্রশ্ন- উনার নাম তো ইয়াশ রোহান। তবে কী আপনার পর্দায় এবারের নায়কের নামও সোনাই?
সেলিম একটু বিব্রত হয়েই জবাবটা দিলেন। বললেন, ‘আমি ভাবছি বিষয়টা এড়িয়ে যাবো। অথবা আপনারা টের পাবেন না। তাছাড়া এটা নিয়ে খুব বেশি আলাপেরও সুযোগ নেই।’
আড্ডার ফাঁকে পরীমনি ও গিয়াস উদ্দিন সেলিম এরপর নির্মাতা বললেন, ‘এটা একটা অদ্ভুত বিষয়। শুটিংয়ের শুরু থেকেই বিষয়টি নিয়ে আমরা সবাই বিস্মিত। সত্যিটা হলো ইয়াশ রোহানের ডাকনাম সোনাই! ওকে কাছের সবাই এই নামেই চেনেন। আর পরীমনি-তো পরীই। আসলে ‘মনপুরা’কে আমি ছাড়াতে চাইলেও সে আমাকে ছাড়ছে না। তা না হলে পর্দার সোনাই-পরী আমার বাস্তব জীবনেও এভাবে আসবে কেন? এটাই অদ্ভুত ভালো লাগার।’
সোনাই-পরী রহস্য উন্মোচনের পর ‘স্বপ্নজাল’ নিয়ে কথা হয়েছে আরও বিস্তর। নির্মাতার ইচ্ছে, ছবিটি প্রথম সপ্তাহে ২০টির বেশি প্রেক্ষাগৃহে না দেওয়ার। সঙ্গে এটাও বলেন, ‘শেষ পর্যন্ত ছবিটি যা দাঁড়ালো, নির্মাতা হিসেবে আমি তৃপ্ত। এই তৃপ্তির খোঁজেই গেল নয়টা বছর কাটলো। আমার মন বলছে, বাস্তবের সোনাই-পরী আর পর্দার অপু-শুভ্রা দুই বাংলার মন জয় করে নেবে।’
পরীমনি জানান, ছবিটি শুটিং শুরুর দুই দিনের মাথায় তিনি এটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। স্মৃতি থেকে বলেন, ‘প্রথম দুদিন ক্যামেরার সামনে দাঁড়ানোর পর মনে হলো- ধুর এসব আমি কী করছি? এটা কেমন ছবি, কেমন নির্মাতা! এরপর সেলিম ভাইকে খুব মিনতি করে বললাম, আমাকে ছেড়ে দেন। আমার ভাল্লাগছে না। সেলিম ভাই বললেন, আর একটা দিন থাকো। এরপর যদি না ভালো লাগে সোজা চলে যেও। সেই তৃতীয় দিনের শুটিংয়ে ঢুকে আমার নতুন একটা ফিল হলো। মনে হলো, আমি তো পরী না। নিজেকে শুভ্রা ভাবতে শুরু করলাম। ইনফ্যাক্ট এখনও আমি শুভ্রা হয়েই আছি। ছবিটি মুক্তির আগে শুভ্রা থেকে আসলে বের হওয়া সম্ভব নয়। আমি মনে করি এটা আমার চলচ্চিত্র জীবনের বড় একটি শিক্ষা।’ 
এদিকে নির্মাতা জানান, বাংলাদেশে মুক্তির (৬ এপ্রিল) দুই সপ্তাহ পর কলকাতার দর্শকরা সেখানকার প্রেক্ষাগৃহে দেখতে পারবেন ছবিটি।


‌‘স্বপ্নজাল’ যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারতের বেঙ্গল বারতা।
এই ছবিতে অপু চরিত্রে ইয়াশ রোহান ও শুভ্রার ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। এছাড়াও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।
২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পায় গিয়াস উদ্দিন সেলিমের প্রথম ছবি ‘মনপুরা’। এটি সংগীতনির্ভর হলেও ‘স্বপ্নজাল’-এ থাকছে মাত্র তিনটি গান। নির্মাতার ভাষায়, ‘এবার গান নিয়ে অস্থিরতা নেই।’

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
পরীর টলিউড অধ্যায় শুরু
পরীর টলিউড অধ্যায় শুরু
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক