X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তাহসান, হি ইজ অসাম: শ্রাবন্তী

বিনোদন রিপোর্ট
২৭ জুন ২০১৮, ১৮:৫১আপডেট : ২৮ জুন ২০১৮, ১৩:২৩

তাহসান, হি ইজ অসাম: শ্রাবন্তী বাংলাদেশে শ্রাবন্তীর আসাটা নতুন নয়! কলকাতার এ নায়িকা এর আগেও বেশ কয়েকটি যৌথ প্রযোজনার ছবিতে কাজ করেছেন। তবে বাংলাদেশি ছবিতে এবারই প্রথম।
ছবি- ‘যদি একদিন’। এতে অনেক ‌‘প্রথম’ অভিজ্ঞতার সঙ্গেই যুক্ত হয়েছেন এ নায়িকা। ছবির প্রত্যেক কলাকুশলীর সঙ্গেই তার প্রথম কাজ করা। কক্সবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে  দীর্ঘ সময় কাজ করা। সব মিলিয়ে অভিজ্ঞতাও বেশ!
জানালেন শিল্পীদের কাছ থেকেও অনেক কিছুই শিখেছেন। পেয়েছেন ভালোবাসা। মুখ ফুটে বললেন দু-একজন সহকর্মীর কথাও। বললেন, তাহসানের সঙ্গে কাজ করতে গিয়ে শিখেছেন কীভাবে আরও সুন্দর অভিনয় করতে হয়।
ভাষ্যটা এমন, ‘সম্প্রতি আমরা কক্সবাজারে সিনেমার কাজ করলাম। সত্যি বলতে তাহসান ওয়ান্ডারফুল অভিনেতা। হি ইজ অসাম। সত্যি বলছি। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কীভাবে আরও ভালো এক্সপ্রেশন দিতে হয়, টাইমিং। তার সিনসিয়ারিটি অসাধারণ!’
তাহসান, হি ইজ অসাম: শ্রাবন্তী বরিশালে দাদাবাড়ি ছিল শ্রাবন্তীর। তাই এদেশের অনেক কিছুই নিজের মনে হয়। নিয়মিত খোঁজ রাখেন সংস্কৃতির। গানও শোনা হয়। আর সেখানেও নাম নিলেন তাহসানের। ‘আমি নিয়মিতই বাংলাদেশের গান শুনি। আমার মোবাইলেই তাহসানের গান আছে অনেক। এখানে এসে বুঝতে পারলাম, তিনি অত্যন্ত ভালো অভিনেতাও।’
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিতে যুক্ত হওয়া প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশে প্রথম ছবি। এটা নিয়ে অনেক দিন ধরে প্ল্যান করছি। ছবিটি নিয়ে রাজ নিয়মিতই কলকাতায় যাতায়াত করেছেন। প্রথম যেদিন তিনি আমাকে গল্পটি শোনান, সেদিনই আমি বলে দিয়েছি; ছবিতে আমি কাজ করতে চাই। এটা সুন্দর একটা ছবি। গল্পই এর হিরো। প্রথমে আমি ভীষণ নার্ভাস ছিলাম। তবে সবার আন্তরিকতা ও ভালোবাসায় পার পেয়ে গেছি। পরিচালক আমাকে স্পেশাল ট্রিটও দিয়েছেন। ঢাকায় প্রথম আমি ইলিশ খেয়েছি।’
এদিকে ছবির আরেক অভিনেতা তাসকিন রহমানের সঙ্গে এখনও অভিনয় করেননি শ্রাবন্তী। অল্প একটু কাজ বাকি। তবে তার সম্পর্কে বেশ ভালোই জানেন। তার মতে, বেশ জাঁদরেল অভিনেতা তাসকিন। তার অভিনয়ের প্রশংসা নাকি শুনেছেন কলকাতার নায়ক জিতের কাছ থেকে। কারণ, এ নায়কের সঙ্গে তাসকিন ‌‘সুলতান’ ছবিতে কাজ করেছেন। এমনকি তাসকিন অভিনীত ‘ঢাকা অ্যাটাক’-এর বিষয়ও জানেন শ্রাবন্তী। তাই তার সঙ্গে কাজ করতে বেশ মুখিয়ে এ টলি তারকা।
তাহসান, হি ইজ অসাম: শ্রাবন্তী ২৬ জুন রাতে রাজধানীর তেজগাঁওস্থ আরটিভির নিজস্ব স্টুডিওতে আয়োজিত বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ ছবির তারকা সম্মিলন অনুষ্ঠানে এসব কথা বলেন শ্রাবন্তী।
এদিন তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, তাহসান খান, তাসকিন রহমান, সাবেরী আলম, মাসুম বাশার, মিলি বাশার, আনন্দ, সুজাত শিমুল, শিশুশিল্পী আফরিন শিখা রাইসাসহ ছবিটির অন্যান্য শিল্পী-কুশলী। এতে বক্তব্য রাখেন চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক ও আরটিভি’র অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, চলচ্চিত্র ব্যক্তিত্ব ফারুক, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজ, আইফ্লিক্স-এর কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম প্রমুখ। তাহসান, হি ইজ অসাম: শ্রাবন্তী

ছবি: ওয়ালিউল বিশ্বাস

/এম/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা