X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এ সপ্তাহেও আসেনি মিমের ‘সুলতান’

বিনোদন রিপোর্ট
০৬ জুলাই ২০১৮, ১০:২৯আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১২:১৫

‘সুলতান’ নিয়ে কতটা দুশ্চিন্তায় মিম, সেটি অবশ্য জানা যায়নি প্রস্তুতি ছিল আজ (৬ জুলাই) বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসবে মিম অভিনীত কলকাতার ছবি ‘সুলতান: দ্য সেভিয়র’। কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারলো না ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

মন্ত্রণালয় থেকে মৌখিক অনুমতি নিলেও এ সপ্তাহে মুক্তির বিষয়ে এখনও কোনও চিঠি পায়নি প্রতিষ্ঠানটি।
যার ফলে আপাতত মুক্তি দিতে পারছে না জিৎ-মিম অভিনীত এ ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
এদিকে গত মাসে জাজের কর্ণধার আবদুল আজিজ বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘গত ২১ জুন তথ্য মন্ত্রণালয় ছবিটি দেশে আনার অনুমতি দিয়েছে। শুধু সেন্সর করতে বাকি আছে। এটি হয়ে গেলেই ছবিটি মুক্তি পাবে।’
সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছবিটির। এদিকে জানা যায়, লিখিত অনুমতির পর একটু সময় নিয়ে এটি মুক্তি দিতে চাচ্ছে প্রতিষ্ঠানটি।

ছবিটির একটি গানে মিম ও জিৎ:

‘সুলতান’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জিৎ, প্রিয়াঙ্কা সরকার ও বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। প্রথমে যৌথ প্রযোজনার কথা থাকলেও এটি এককভাবে নির্মিত হয়।
‘সুলতান: দ্য সেভিয়র’ পরিচালনা করেছেন কলকাতার রাজা চন্দ। ছবিতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের নায়ক আমান রেজা, তাসকিন রহমান প্রমুখ। এর প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্মস ওয়ার্কস ও সুরিন্দরস ফিল্মস! তাদের সঙ্গে রয়েছে জাজ মাল্টিমিডিয়াও।

/এম/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা