X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নাগরিকে দুনিয়া কাঁপানো সাত হলিউড সিনেমা

বিনোদন রিপোর্ট
১২ আগস্ট ২০১৮, ১৪:০৩আপডেট : ১২ আগস্ট ২০১৮, ২১:০০

হলিউডের ছবিগুলো কোরবানির ঈদে হলিউড ছবির বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে নাগরিক টিভি। ঈদের দিন থেকে পরবর্তী সপ্তম দিন দেখানো হবে বক্সঅফিস কাঁপানো বিশ্বসেরা সব সিনেমা।
এগুলো হলো- চার্লিস অ্যাঞ্জেলস-২০০০, দ্য ইকুয়েলাইজার, দ্য টুরিস্ট, হোয়াইট হাউজ ডাউন, ফিফটি ফার্স্ট ডেটস, ‌চার্লিস অ্যাঞ্জেলস-২০০০ ও চার্লিস অ্যাঞ্জেলস ফুল থ্রটল।
ঈদের দিনই থাকছে তিন কন্যার অভিযানের গল্প নিয়ে ‘চার্লিস অ্যাঞ্জেলস-২০০০’। ড্রিউ ব্যারিমোর, ক্যামেরন ডিয়াজ ও লুসি লিউ দর্শককে সাথে নিয়ে যাবেন রহস্যের সমাধানে। দ্বিতীয় দিন থাকবে ড্যানজেল ওয়াশিংটন অভিনীত সিনেমা ‘দ্য ইকুয়েলাইজার’। পরদিন ‘দ্য টুরিস্ট ’ সিনেমায় হতাশ জনি ডেপ ইতালি বেড়াতে গিয়ে খুঁজে পাবেন অ্যাঞ্জেলিনা জোলিকে। ঈদের চতুর্থ দিন বিকেলে প্রচারিত হবে ‘হোয়াইট হাউজ ডাউন’। মিষ্টি প্রেমের গল্প নিয়ে ‘ফিফটি ফার্স্ট ডেটস’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন। পর দিন তিন কন্যা আবারও ফিরে আসবেন তাদের নতুন অভিযান নিয়ে। ‘চার্লিস অ্যাঞ্জেলস-২০০০’-এর সিকুয়্যাল ‘চার্লিস অ্যাঞ্জেলস ফুল থ্রটল’ প্রচার হবে ঈদের ষষ্ঠ দিনে। সপ্তম দিনে পৃথিবী ধ্বংসের গল্প নিয়ে সিনেমা ‘২০১২’ ।
ঈদে হলিউড সিনেমা প্রচার বিষয়ে নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘হলিউড সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি। এখানে নির্মিত সিনেমার বাজার আছে জগতজুড়ে। বিশ্ব সংস্কৃতির সঙ্গে আমাদের দেশের দর্শকদের পরিচয় করিয়ে দেওয়াই এই আয়োজনের উদ্দেশ্য। ভাষাগত পার্থক্য দূর করতে সিনেমাগুলো বাংলায় রূপান্তরিত করা হয়েছে।’
তিনি জানান, ঈদের এই সাত দিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একই সময়ে সিনেমাগুলো দেখানো হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা