X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গাইতে পারেন, কিন্তু অভিনয়? লেডি গাগার চমক

বিনোদন ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৪

লেডি গাগা অদ্ভুত পোশাকে মনোযোগ ধরে রাখা, জমকালো সাজসজ্জায় চোখধাঁধিয়ে দেওয়া, সুরের ঝংকারে মঞ্চ মাতানো আর গানে গানে শ্রোতাদের মন জয় করা; সবই যেন লেডি গাগার বাঁ-হাতের খেল! তাই বলে অভিনয়? কিছুদিন আগেও কেউ ভাবেনি তাকে দিয়ে এটা সম্ভব। কিন্তু সেটাই সত্যি করে দেখালেন ৩২ বছর বয়সী এই তারকা।

লেডি গাগার প্রকৃত নাম স্টেফানি জারমানোট্টা। ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবিতে তার অভিনয় দেখে তো সবাই থ! গত ৩১ আগস্ট ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগের বাইরে এর উদ্বোধনী প্রদর্শনীর পর সমালোচকদের ভূয়সী প্রশংসায় ভাসছেন তিনি। সেখানে এখন তার জয়জয়কার।

ছবি দেখার আগে বেশিরভাগ সমালোচকই লেখার শিরোনামে লেডি গাগার অভিনয়ের দিক এড়িয়ে যাবেন বলে ভেবেছিলেন। কিন্তু পারলেন কই! উল্টো অবিরাম তার তারিফ করেও যেন ক্লান্তি নেই তাদের।

সমালোচকদের মন্তব্য, পাশের বাড়ির মেয়ের মতো একটি চরিত্রে কী দারুণ অভিনয়ই না করেছেন লেডি গাগা। ‘অ্যা স্টার ইজ বর্ন’-এ তার চরিত্রের নাম অ্যালি। ইতালিয়ান-আমেরিকান মেয়েটি পেশায় ওয়েট্রেস। হতাশ হয়ে গান ছেড়ে দিয়েছিল সে। কিন্তু রক তারকা জ্যাকসনের সঙ্গে পরিচয়ের পর সুরের সাতরঙে নতুনভাবে স্বপ্ন বুনতে শুরু করেন অ্যালি। তাদের মধ্যে তৈরি হয় ভালোবাসার বন্ধন।

রিভিউ ওয়েবসাইট ইন্ডিওয়্যারের মাইকেল নরডিন লিখেছেন, ‘অতিরঞ্জিত পোশাক ফেলে রাখা পপতারকা লেডি গাগাকে এ ছবিতে সাদামাটাভাবে দেখে মনে হবে, এবারই বোধহয় তাকে প্রথম দেখছেন! তিনি যেন সত্যিই অ্যালি! এমন বিশ্বাসযোগ্য করে তুলেছেন চরিত্রটি।’

ব্র্যাডলি কুপার ও লেডি গাগা ছবিটিতে জ্যাকসন চরিত্রে অভিনয় করেছেন ব্র্যাডলি কুপার। পরিচালনার দায়িত্বও সামলেছেন তিনি। এটাই তার পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র। কোয়াচেলা ও গ্লাস্টনবুরি উৎসবে গাগার সংগীত পরিবেশনের দৃশ্যগুলো জুড়ে দিয়েছেন তিনি। সমালোচকরা তার পরিচালনায়ও মুগ্ধ। ভ্যারাইটিতে ওয়েন গ্লেইবারম্যান লিখেছেন, ‘নিজের লক্ষ্য কীভাবে অর্জন করতে হবে তা বুঝতে মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। এটি পুরোপুরি আবেগপ্রবণ একটা ছবি।’

প্রিমিয়ারে অবশ্য ব্র্যাডলি কুপারের সঙ্গে কাঁধখোলা গোলাপি গাউন পরে এসেছিলেন লেডি গাগা। তবে পরিচালকের ইচ্ছে অনুযায়ী শুটিংয়ে মেকআপ ছাড়াই কাজ করেছেন তিনি। ফলে পর্দায় তাকে পাওয়া যায় নতুনভাবে।

এ প্রসঙ্গে আমেরিকান ম্যাগাজিন দ্য হলিউড রিপোর্টারের ডেভিড রুনি লিখেছেন, ‘গাগা নিজের পপ ব্যক্তিত্বকে পুরোপুরি ঝেড়ে ফেলে অভিনয়টা করতে পেরেছেন। দৃঢ়তা ও দুর্বলতার ভারসাম্য বজায় রেখে চলা তরুণীকে নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি।’

‘অ্যা স্টার ইজ বর্ন’ মূলত রিমেক ছবি। ১৯৩৭ সালে জ্যানেট গেনর, ১৯৫৪ সালে জুডি গারল্যান্ড ও ১৯৭৬ সালে একই নামের ছবিতে দেখা গেছে বারবারা স্ট্রাইস্যান্ডকে। কিন্তু তাদের চেয়ে গাগার পারফরম্যান্সকে এগিয়ে রাখছেন সমালোচকরা। দ্য গার্ডিয়ানে পিটার ব্র্যাডশো পাঁচতারকা পর্যালোচনায় বলা হয়েছে, চমকপ্রদ অভিনয়। ছবিটি দারুণ উপভোগ্য। সাধারণ মেয়ের চরিত্রে গাগার দক্ষতা যেকোনও সময়ের চেয়ে উঁচুতে।’
* ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবির ট্রেলার:

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা