X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনের প্রভাব, পাঁচ প্রেক্ষাগৃহে ‘স্বপ্নের ঘর’

বিনোদন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৮, ০০:০৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৭

একটি দৃশ্যে মিলন ও নওশাবা নির্বাচনের প্রভাবে এখন প্রেক্ষাগৃহে ছবি নিতে চাইছে না বলে জানালেন ‘স্বপ্নের ঘর’ চলচ্চিত্র কর্তৃপক্ষ। আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, নওশাবা ও শিমুল খান অভিনীত এ ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে মা চলচ্চিত্র।
প্রতিষ্ঠানটির কর্ণধার অশোক কুমার জানান, নির্বাচনের কারণে আজ (২১ ডিসেম্বর) মাত্র ৫টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনের সময় হলগুলো ছবি নিচ্ছে না। তাই প্রথমে ভেবেছিলাম শুধু স্টার সিনেপ্লেক্সেই এটি দেবো। কিন্তু বাকি চারটি হল বেশ আগ্রহ দেখালো। তাই মোট পাঁচটি হলে যাচ্ছে। তবে চার জানুয়ারি বড় পরিসরে এটি প্রেক্ষাগৃহে যাবে। আমরা সেরকমই আভাস পেলাম।’
আজ (২১ ডিসেম্বর) স্টার সিনেপ্লেক্স, বিজিবি, সপ্তপদী, মানসি ও সাগরিকা হলে এটি আসছে।
আরেকটি দৃশ্যে শিমুল খান ‘স্বপ্নের ঘর’ নির্মিত হয়েছে সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী গল্প নিয়ে। অনীশ দাস অপুর মূল গল্প অবলম্বনে চিত্রনাট্য রচনা করেছেন শাওন হক।
ছবিটির অন্যতম অভিনেতা শিমুল খান বলেন, ‘সিনেমাটির প্রধান আকর্ষণ এর চরিত্রগুলো। প্রতিটি চরিত্রেই রয়েছে স্বকীয়তা ও বিনোদনের রসদ। সিনেমাটির প্রত্যেক চরিত্র দর্শকদের ভালো লাগবে বলেই আশা করছি।’
তাকি খান ফিল্মস প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। সোমেশ্বর অলির গীতরচনায় সাজিদ সরকারের সুর-সংগীতে সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কণা, তাহসান ও ন্যানসি।
ছবিটির গান ‘মন ভাঙার খেলা’:

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা