X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শুরু হচ্ছে বাংলা খেয়াল উৎসব

বিনোদন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ০০:০০আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৫:৪৯

সংবাদ সম্মেলনে অতিথিরা

বেসরকারি টিভি চ্যানেল আইয়ের আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চাঙ্গসংগীতের আয়োজন ‘বাংলা খেয়াল উৎসব’। এটি ৩১ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় শুরু হয়ে চলবে পরদিন ১ ফেব্রুয়ারি সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত।
বাংলা ভাষায় খেয়ালকে জনপ্রিয় করার জন্যই এ উৎসব আয়োজন বলে জানালেন আয়োজকরা।

উৎসব উপলক্ষে গতকাল দুপুরে (২৯ জানুয়ারি) চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উৎসবের উদ্যোক্তা, সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং পৃষ্ঠপোষক ইস্পাহানি টি লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. হারুন (সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনস)।
সংগীতজ্ঞ আজাদ রহমান এ উৎসব সম্পর্কে বলেন, ‘গত পাঁচ বছর ধরে একটানা উচ্চাঙ্গসংগীতের উৎসব আয়োজন করে আসছে চ্যানেল আই। এর জন্য সাধুবাদ জানাতেই হবে। এর মাধ্যমে বাংলা সংগীত আরও সমৃদ্ধ হচ্ছে বলেই আমার মনে হয়।’
বাংলা খেয়াল প্রযোজনা করবেন অনন্যা রুমা। তিনি জানান, এবার থাকবে ৪৫ জন একক শিল্পীর পরিবেশনা। ২০০ শিশুর উপস্থিতিতে ‘বাংলা খেয়াল’ উৎসব উদ্বোধন হবে এবং ১০ দলে ১০০ জন শিল্পীর পরিবেশনা থাকবে উৎসব জুড়ে।
অনুষ্ঠানটি সরাসরি দেখাবে চ্যানেল আই।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা