X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সেলিব্রিটি ব্যাডমিন্টন লিগের ফাইনালে মুখোমুখি তারা

বিনোদন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৮

দুই টিম

টানা এক সপ্তাহের রোমাঞ্চের সমাপ্তি ঘটছে আজ (৩ ফেব্রুয়ারি)। বিএফডিসিতে সন্ধ্যায় বসছে সেলিব্রিটি ব্যাডমিন্টন লিগের (সিবিএল) চূড়ান্ত ম্যাচ।
যেখানে এক পক্ষে লড়বেন শওকত আলী ইমন-রাজীব বনাম আসিফ আকবর-আতিক বাবু-লিজা।

সন্ধ্যা ৭টায় শুরু হবে এ খেলা। দু’দলের দুজন করে এই ডাবলসে অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজক নূর ক্রিয়েশনস।

আয়োজক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক লিমন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারকাদের জন্য এই আয়োজন। শুরু থেকেই আমরা তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পেয়ে যাচ্ছি। তাদের আন্তরিকতার কারণে সফলভাবে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট শেষ হতে যাচ্ছে।’
আয়োজক নূর ক্রিয়েশনস জানায়, মোট ১১টি ম্যাচ নিয়ে এই টুর্নামেন্ট। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নদের একটা ট্রফি ও ৪২ ইঞ্চি মিনিস্টার টেলিভিশন, রানার্সআপদের জন্য একটা ট্রফি ও দুটি মোবাইল সেট থাকছে।

এর আগে গত ২৭ জানুয়ারি লিগের উদ্বোধন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজেও এদিন র‌্যাকেট হাতে নেমে পড়েছিলেন মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, লিগের টাইটেল স্পন্সর আরএফএল প্লাস্টিকের হেড অব মার্কেটিং আরাফাতুর রহমানসহ অনেকে।
এ আয়োজনে ১২টি দল অংশ নিয়েছে। তাদের মধ্যে আছেন আসিফ, তারকা লিজা, তানভীর তারেক, ইমন, বাপ্পী চৌধুরী, আব্দুল আজিজ, সালমান মুক্তাদির, শওকত আলী ইমন, রাজিব, নিরব, ডন, কাজী শুভ, প্রত্যয় খান, জয় চৌধুরী, সানজু জন, আশিক, আহমেদ হুমায়ূন, শাহীন কবির টুটুল, অপূর্ব রানা, মনজুর কাদের জিয়া, ইমরুল নূর, পান্থ আফজাল ও রুদ্র রুদ্রাক্ষ।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা