X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রবীন্দ্রজয়ন্তীতে সিঁথি সাহার উপহার

বিনোদন রিপোর্ট
০৮ মে ২০১৯, ১৬:১০আপডেট : ০৮ মে ২০১৯, ১৬:২৮

ভিডিওতে সিঁথি সাহা অন্তর্জালে প্রকাশ পেয়েছে আধুনিক ঘরানার শিল্পী সিঁথি সাহার গাওয়া রবীন্দ্রসংগীত। ১৫৮তম রবীন্দ্রজয়ন্তী (৮ মে) উপলক্ষে শিল্পীর পক্ষ থেকে এই বিশেষ উপহার।  
‘দুজনে দেখা হলো’ শিরোনামের এই গানটির সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি।
গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। প্রকাশ পেয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে।
ভিডিওতে মডেল হয়েছেন সিঁথি নিজেই।
গানটি প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, ‘কবিগুরুর জন্মদিন উপলক্ষে আমার এই ছোট্ট উপহার। স্বরলিপি ঠিক রেখে সংগীতায়োজনের গঠনে কিছুটা পরিবর্তন করে গেয়েছি। নতুন প্রজন্মের যারা রবীন্দ্রনাথের গান থেকে দূরে আছেন, তারা শুনলেই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’
গানটির ভিডিও প্রসঙ্গে সিঁথি বলেন, ‘ভিডিওতে শাড়ি পরে হাজির হয়েছি আমি। নিজেকে একটু রাবীন্দ্রিক করার চেষ্টা ছিল। কিন্তু তার মধ্যেও একটা ওয়েস্টার্ন ব্যাপার রয়েছে। পলক ভাইকে ধন্যবাদ এত সুন্দর করে ভিডিওটি তৈরির জন্য। কৃতজ্ঞতা ডিএমএস প্রতিষ্ঠানের প্রতিও।’
কণ্ঠে নিয়মিত আধুনিক গান থাকলেও রবীন্দ্রসংগীতের সঙ্গে তিনি শুরু থেকে এখনও কতোটা জড়িয়ে আছেন সেটি বোঝানোর জন্য সিঁথি সাহা বললেন এভাবে, ‘‘আমার শেখা জীবনের প্রথম গানই রবীন্দ্রনাথের। মায়ের কাছ থেকে শেখা সেই গানটি হলো- ‘আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা’। আমি কুষ্টিয়ার মেয়ে। ছোট থেকে স্কুলে পড়া পর্যন্ত নিয়মিত লালনগীতি করতাম। এরপর যখন একটু একটু বুঝতে শিখলাম, তারপর থেকে রবীন্দ্রনাথের গানের প্রতি আমি ঝুঁকে পড়ি। এখনও নিয়মিত চলে রবীন্দ্রসংগীত চর্চা।’’
দুজনে দেখা হলো:

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা