X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জানুয়ারি থেকে শিরোনামহীনের বিরতিহীন সিঙ্গেল!

ওয়ালিউল মুক্তা
২৬ ডিসেম্বর ২০১৫, ০৮:২৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৪:১১

শিরোনামহীন ছবি- সাজ্জাদ ২০১৬ সালে দুই দশক পূর্ণ করতে যাচ্ছে ব্যান্ড শিরোনামহীন। তাই বছরব্যাপী বিশাল আয়োজন করতে চলেছে এ ব্যান্ডটি। পরিকল্পনার এ কথাটি জানালেন ব্যান্ডের সদস্যরাই।
তারা উদ্যোগ নিয়েছেন, প্রতি মাসে একটি করে গান মুক্তি দেওয়ার। সে হিসেবে ১২ মাসে প্রকাশ পাবে ১২টি গান।
পরিকল্পনার আদ্যপান্ত পাওয়া গেল প্রধান ও গিটারিস্ট জিয়া রহমানের কাছে। তিনি বললেন, ‘গত ২০ বছর আমরা শ্রোতাদের ভালোবাসায় পূর্ণ। আর এ ভালোবাসা পেয়েছি গানের মাধ্যমে। তাই গানে গানেই এটি উদযাপন করতে চাই। আমাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে গান প্রকাশ শুরু হবে। যদিও ব্যান্ডের জন্মদিনটি হলো পহেলা বৈশাখ। কিন্তু আমরা বছরব্যাপী এ আয়োজন করতে চাই। তাই জানুয়ারি থেকে গান প্রকাশ শুরু হবে।’
ব্যান্ডের সদস্যরা জানালেন, আপাতত সিডি আকারের অ্যালবাম প্রকাশের ইচ্ছে নেই তাদের।
সিঙ্গেলগুলো প্রকাশ হবে ব্যান্ডটির নিজস্ব ওয়েবসাইট ও অনলাইনের আউটলেটের মাধ্যমে। প্রায় ২০০টি আউটলেটে এগুলো বিনামূল্যে পাওয়া যাবে।


এছাড়া ২০ বছরপূর্তি স্মরণীয় করে রাখতে ব্যান্ডটি বেশ কিছু স্মারক উপহার প্রস্তুত করছে। ভক্তরা চাইলে সেগুলো সংগ্রহ করতে পারবে।

ছবি: সাজ্জাদ হোসেন

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা