Vision  ad on bangla Tribune

রনির ‘আইসক্রিম’: প্রথম ভিডিও ট্রেলার

বিনোদন রিপোর্ট১৯:৫০, মার্চ ১৩, ২০১৬

রোদওয়ান রনির দ্বিতীয় ছবিআইসক্রিম’। অবশেষে মুক্তির মিছিলে যোগ দিয়েছে ছবিটিআগামী ২৯ এপ্রিল এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছেএমনটাই জানালেন পরিচালকতার আগে অন্তর্জাল দুনিয়ায় বেশ প্রচারণা চালাচ্ছেন তিনি।

‘আইসক্রিম’ ছবির তিন নতুন মুখসেই ধারাবাহিকতায় রবিবার রাত সাতটার দিকে প্রকাশ করেছেন ছবিটির প্রথম ভিডিও টিজার। এক মিনিট ৪৪ সেকেন্ডের এই ট্রেলার দেখে ফেসবুক দুনিয়ায় হৈ হৈ রব উঠেছে রেদওয়ান রনি ভক্ত শিবিরে।  

রনি বলেন, ‘বুক কাঁপছে ভয়ে। জানিনা সবাই ট্রেলারটি দেখে কিভাবে নিবেন। তবে বিশ্বাস করি সবার ভালো লাগবে। তারপরেও একটু কেমন কেমন লাগছে। এটি আমার অনেক ইমোশনের ছবি তো! সবার কাছে দোয়া আর সমর্থন চাই।’

তারুণ্যের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন তিন নতুন মুখ- উদয়, রাজ ও তুষি। ছবির শ্যুটিং হয়েছে সেন্টমার্টিন দ্বীপে। এতে আরও অভিনয় করেছেন ওমর সানি, দিতি ও এ টি এম শামসুজ্জামান প্রমুখ।
ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে অভি কথাচিত্র।

ভিডিও:

 

/এমএম/

লাইভ

টপ