Vision  ad on bangla Tribune

জন্মদিনে আমির যে প্রতিজ্ঞা করেন

বাংলা ট্রিবিউন ডেস্ক০১:৪৯, মার্চ ১৪, ২০১৬

খান সাহেবের দুই বেলাবলিউড সুপারস্টার ও পারফেকশনিস্ট বলে খ্যাত অভিনেতা আমির খান সোমবার ৫১ বছরে পা দিলেন। আর এদিন আমিরের ভাই ফয়সাল খান তার সম্পর্কে মজার কিছু তথ্য ফাঁস করেছেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়সাল জানান, আমির সবসময়ই প্রতিশ্রুতি করে কিন্তু তা রক্ষা করতে পারে না। তিনি বলেন, ‘প্রতি বছর ধূমপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন কোনও সিনেমা মুক্তির সময় আসে, আমির তার প্রতিশ্রুতি ভঙ্গ করে। একইভাবে, প্রত্যেক বছর জন্মদিনে আমির সিগারেট না ছোঁয়ার ঘোষণা দেন। কিন্তু ফল একই হয়। এই বছর আমি চাই, এ বিষয়ে সে দৃঢ় সিদ্ধান্ত নেবে।’
আমিরের মাত্র এক বছরের বড় ফয়সাল জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জন্মদিন উদযাপনও পাল্টে গেছে। তিনি আরও জানান, একবার আমিরকে কীভাবে তিনি চমকে দিয়েছিলেন।বাবার সঙ্গে আমির
বলেন, ‘‘মঙ্গল পাণ্ডে’ সিনেমার শ্যুটিংয়ের জন্য আমির পাঞ্চগনিতে ছিল। তাকে না জানিয়ে, তার জন্মদিনে আমি তার সেটে গিয়ে উপস্থিত হই। তাকে একটি ঘুড়ি উপহার দেই। আমির ঘুড়ি উড়ানো খবু পছন্দ করে। শিশুকালে আমরা দুজনেই পছন্দ করতাম। ওই দিন আমরা অনেকক্ষণ ঘুড়ি উড়িয়েছি। আমি সাধারণত এমন কিছু উপহার  দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের শৈশবের স্মৃতি মনে পড়ে।’’আমির
আমির খান সুপারস্টার হলেও ফয়সাল তার কাছে সব সময় বড় ভাই। যিনি তাকে স্নেহ করেন, খেয়াল রাখেন। ফয়সাল জানান, সাফল্য পেলেও মানুষ আমির পাল্টে যায়নি।
ভোজনরসিক আমির খানের জন্মদিনের পছন্দের খাবা শিক কাবাব বলে জানালেন ফয়সাল। বলেন, ‘আমির আমাদের মায়ের রান্না করা বিশেষ ধরনের শিক কাবার খুব পছন্দ করে। আমাদের নানি এই শিক কাবাব রান্না করতেন। নানির কাছ থেকে মা শিখেছিলেন। আমির এটা খেতে খুব পছন্দ করে।’কিরণ রাওয়ের সঙ্গে আমির

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/এম/

লাইভ

টপ