X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জেনেভা চলচ্চিত্র উৎসবে ‘কৃষ্ণপক্ষ’

বিনোদন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৬, ০০:০৪আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৪:৩৮

কৃষ্ণপক্ষ’র গানে মাহি ও রিয়াজ। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত হতে যাচ্ছে ‘কৃষ্ণপক্ষ’। নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে মেহের আফরোজ শাওনের পরিচালনায় এ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ ও মাহি।

জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১১তম অধিবেশনে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে ছবিটি।

চলচ্চিত্র উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবারের উৎসবে মোট ৪টি ভেন্যুতে ৩০টি দেশের ৮০টি পূর্ণদৈর্ঘ্য ও ৩০টি ডকুমেন্টারি প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। এরমধ্যে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। গত ১১ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবের শেষ দিন আজ রবিবার বিকাল ৪টায় জেনেভায় বহুল পরিচিত গ্রথলি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে।

জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১১তম অধিবেশনে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ তিন সদস্যের প্রতিনিধি দল জেনেভায় পৌঁছেছেন। প্রতিনিধি দলে আছেন কনা রেজা ও চ্যানেল আইয়ের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক ইবনে হাসান খান।

বিগত বছরের মতো এবারও জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা