X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মার্কিন সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছেন পুতিন: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৩

মার্কিন টেলিভিশন উপস্থাপককে সাক্ষাৎকার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (৭ ফেব্রুয়ারি) একটি সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, মঙ্গলবার সাবেক ফক্স নিউজ হোস্ট টাকার কার্লসনকে সাক্ষাৎকার দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার পর এটিই মার্কিন কোনও সাংবাদিককে দেওয়া পুতিনের প্রথম সাক্ষাৎকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

নিয়মিত সংবাদ সম্মেলনে বুধবার এ বিষয়ে পেসকভ বলেছেন, ইউক্রেন সংঘাত নিয়ে সাবেক এই ফক্স নিউজ হোস্টের দৃষ্টিভঙ্গি অনেক পশ্চিমা সংবাদমাধ্যমের ‘একতরফা’ প্রতিবেদন থেকে ভিন্ন। তাই কার্লসনকে সাক্ষাৎকার দিতে রাজি হয়েছিলেন পুতিন।

পেসকভ বলেন, ‘সমগ্র পশ্চিমা দেশগুলোর কথা আসলে তখন বড় বড় নেটওয়ার্ক মিডিয়া, টিভি চ্যানেল, এবং সংবাদপত্রগুলো কাভারেজের ক্ষেত্রে অন্ততপক্ষে নিরপেক্ষ হওয়ার জন্য গর্ব করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘এগুলো সব একতরফা অবস্থান নেওয়া মিডিয়া আউটলেট। অবশ্যই এ জাতীয় মিডিয়ার সঙ্গে যোগাযোগ করার কোনও ইচ্ছা নেই। এর কোনও মানে নেই এবং তা প্রায় কোনও কাজেই আসে না।’

সাবেক ফক্স নিউজ হোস্ট টাকার কার্লসন। ছবি: রয়টার্স, ফাইল

কার্লসন কেন পুতিনের সাক্ষাৎকার নিয়েছিলেন সে বিষয়ে সরাসরি জিজ্ঞাসা করা হলে জবাবে পেসকভ বলেন, মার্কিনি সাংবাদিকের দৃষ্টিভঙ্গি ‘কোনোভাবেই রুশপন্থি কিংবা ইউক্রেনপন্থি নয়,  এটি বরং যুক্তরাষ্ট্রপন্থি।’

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, সাক্ষাৎকারটি বৃহস্পতিবার সম্প্রচারিত হতে পারে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন পুতিন। এর আগে, ২০২১ সালের অক্টোবরে একটি মার্কিন মিডিয়া আউটলেটে শেষ আনুষ্ঠানিক সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। তখন সিএনবিসি’র হ্যাডলি গ্যাম্বল তার সাক্ষাৎকার নিয়েছিলেন।

/এএকে/
সম্পর্কিত
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
সর্বশেষ খবর
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?