X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

টিকটকে পুনর্মিলন জন্মের পর চুরি হওয়া যমজ বোনের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৪, ২১:০০আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ২২:০৬

অ্যামি খভিতিয়া ও আনো সার্তানিয়া যমজ বোন। জন্মের পরপরই তাদের চুরি করা হয়েছিল। তাদের ভিন্ন দুটি জায়গায় বিক্রি করে দেওয়া হয়। দুটি আলাদা পরিবারে বড় হয়েছে তারা। তারপর অনেক বছর পর টিভি ট্যালেন্ট শো ও টিকটক ভিডিওর মাধ্যমে যমজ বোনের পুনর্মিলন হয়েছে। তাদের এই পুনর্মিলনের গল্প তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জন্মদাত্রী মাকেও খুঁজে পেয়েছে তারা। খুঁজে পাওয়ার জন্য জর্জিয়া থেকে জার্মানি যেতে হয়েছে তাদের। 

অ্যামি খভিতিয়া তার পালিত মায়ের বাড়িতে জর্জিয়ার গট ট্যালেন্ট দেখছিলেন। সেখানে যে মেয়েটি নাচছিল সে দেখতে হুবহু তার মতো ছিল। শুধু তার মতো না, একেবারে অভিন্ন। সবাই জিজ্ঞেস করছিল, অ্যামি কেন অন্য নামে নাচছে?

সাত বছর পর ২০২১ সালের নভেম্বর মাসে টিকটকে নীল চুলের ভিডিও পোস্ট করে অ্যামি। সেই ভিডিও দেখে ৩২০ কিলোমিটার দূর থেকে ১৯ বছর বয়সী আনো সার্তানিয়া একটি ভিডিও পাঠিয়েছিল। তাতে বলা হয়েছিল, সে দেখতে পুরোপুরি অ্যামির মতো।

তারপর মেয়েটিকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছে আনো। কিন্তু তাকে খুঁজে পায়নি। তারপর সে একটি বিশ্ববিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি শেয়ার করে, যদি কেউ চিনে থাকে। এই ভিডিওটি দেখার পর তাদের দুজনকে ফেসবুকে মিলিয়ে দেন অ্যামির পরিচিত এক ব্যক্তি। তখন অ্যামি জানতে পারে যে জর্জিয়া গট ট্যালেন্ট অনুষ্ঠানে যে মেয়েটি নেচেছিল সে হচ্ছে আনো। ফেসবুকে বন্ধু হওয়ার পর তারা কথা বলে। পরে তারা নিজেদের মধ্যে আরও অনেক মিল খুঁজে পায়।

তারা দুজনেই পশ্চিম জর্জিয়ায় কির্তসখি মাতৃত্বকালীন হাসপাতালে জন্মগ্রহণ করে। জন্ম সনদ অনুসারে, তাদের জন্ম তারিখে কয়েক সপ্তাহের ব্যবধানে ছিল। কিন্তু অনেক মিল ছিল তাদের মধ্যে। তারা একই সংগীত পছন্দ করতো। তারা উভয়েই নাচ পছন্দ করতো। এমনকি একই চুলের স্টাইল ছিল। তাদের একই জেনেটিক রোগ ডিসপ্লাসিয়া ছিল।

তারা দেখা করার ব্যবস্থা করে। এক সপ্তাহ পরে তিবিলিসির রুস্তাভেলি মেট্রো স্টেশনে এসকেলেটরের সামনে দাঁড়ায় অ্যামি। তখন সে আনোকে প্রথমবারের মতো দেখতে পায়। তার কথায়, এটি আয়নায় নিজেকে দেখার মতো ছিল। ঠিক অবিকল মুখ। হুবহু কণ্ঠ।

তারপর তারা তাদের পরিবারের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। যদিও পরিবারের প্রতি রাগান্বিত ও বিরক্ত ছিল আনো। কিন্তু অ্যামি তাদের জন্মদাতা মাকে খুঁজে বের করতে চেয়েছিল।

জন্মের সময় অবৈধভাবে দত্তক নেওয়া শিশুদের পরিবারকে পুনরায় একত্রিত করার জন্য অ্যামি একটি ফেসবুক গ্রুপ খুঁজে পায়। সেখানে তাদের গল্প বলে। সেই গল্প পড়ে জার্মানির এক তরুণী বলে, ২০০২ সালে কির্তসখি মাতৃত্ব হাসপাতালে যমজ মেয়ের জন্ম হয় এবং তারা মারা যায়। তখন তার সন্দেহ হয়েছিল।

তারপর ডিএনএ পরীক্ষায় জানা গেছে, ফেসবুক গ্রুপের মেয়েটি তাদের বোন। জার্মানিতে তার মা আজার সঙ্গেই থাকে। তখন আজার সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে ওঠে অ্যামি।

লাইপজিগের হোটেলে তাদের জন্মদাত্রী মায়ের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত। আক্ষেপে দেখা না করে ফিরে আসতে চায় তারা। কিন্তু একটা গভীর শ্বাস নিয়ে এগিয়ে যায়। তাদের জন্মদাত্রী মা অন্য ঘরে অপেক্ষা করছেন।

তারপর দরজা খোলে অ্যামি। তারা দুজনেই রুমে ঢোকে। হারানো মেয়ে ফিরে এসেছে। এমন পরিস্থিতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন মা। তাদের দুজনকেই শক্তভাবে জড়িয়ে ধরেন। জড়িয়ে ধরেই সময় পর হয়ে যায়, কারও মুখে কথা নেই। যেন ফিরে পাওয়ার আনন্দে তাদের মুখের ভাষা হারিয়ে গেছে।

মুখে কথা নেই, চোখ দিয়ে শুধু অশ্রু ঝরছে অ্যামির। তারপর স্বাভাবিক হলে তারা তিন জন একান্তে গল্প শুরু করে। হারানো মেয়েদের ফিরে পেয়ে জীবনের নতুন অর্থ পেয়েছেন মা।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
সর্বশেষ খবর
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস