X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

তুরস্ক, কাতার, সৌদি আরব বোমা হামলায় জড়িত: সিরিয়ার দাবি

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৬, ০৯:৫৬আপডেট : ২৪ মে ২০১৬, ১০:০২
image

সিরিয়ার সরকার দেশটির উপকূলীয় দুটি শহরে বোমা হামলার জন্য তুরস্ক, কাতার এবং সৌদি আরবকে দায়ী করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জতিসংঘকে লেখা এক চিঠিতে ওই দোষারোপ করা হয়। শান্তি আলোচনা ব্যাহত করতেই তারা বোমা হামলা চালিয়েছে বলে দাবি সিরীয় সরকারের।

উপকূলীয় টারতোস শহরে চালানো হয় ভয়াবহ বোমা হামলা

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জাতিসংঘের উদ্দেশে লেখা এক চিঠিতে বোমা হামলার নিন্দা জানানো হয়েছে। সানায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রিয়াদ, আঙ্কারা এবং দোহার উগ্রবাদী এবং বিদ্বেষপরায়ণ শাসকরা ওই সন্ত্রাসী বোমা হামলা চালিয়েছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘তারা (তুরস্ক, কাতার এবং সৌদি আরব) জেনেভা শান্তি আলোচনা এবং অস্ত্রবিরতি চুক্তি নস্যাৎ করতে চায়। একই সঙ্গে তারা সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর অবদানকেও ভিন্নখাতে প্রবাহিত করতে চায়।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার কয়েকটি সশস্ত্র সংগঠনকে তুরস্ক, কাতার এবং সৌদি আরব মদদ দিয়ে থাকে। আবার দেশগুলো ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক জোটেরও অংশ।

এদিকে, ইসলামিক স্টেট (আইএস) ভূমধ্যসাগরীয় দুই শহরে চালানো ওই বোমা হামলার দায় স্বীকার করে বলেছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থকদের লক্ষ্য করে তারা এ হামলা চালাচ্ছে।

টারতোস শহরের বাস স্টেশনে চালানো হয় বোমা হামলা

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সোমবার (২৩ মে) সরকার-নিয়ন্ত্রিত জাবলেহ এবং টারতোস শহরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। শহর দুটিতে রুশ সেনাদের উপস্থিতিও রয়েছে। টারতোস শহরে রয়েছে রুশ নৌঘাঁটি এবং জাবলেহ শহরে রয়েছে রুশ বিমান ঘাঁটি।

জাতিসংঘ, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রুশ কর্তৃপক্ষ এই হামলার নিন্দা জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ‘একটি যুদ্ধ যেখানে আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। সেখানে শান্তি চুক্তি বাস্তবায়নের ওই হামলা বিঘ্ন ঘটাতে পারে।’

সূত্র: বিবিসি।

আরও পড়ুন: 

সিরিয়ার দুই শহরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ

সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধে ৬০,০০০ কারাবন্দির প্রাণহানি: পর্যবেক্ষক সংস্থা

/এসএ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
ইসরায়েল ও হামাসকে আলোচনায় সক্রিয় রাখতে কাজ করছে যুক্তরাষ্ট্র
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
সর্বশেষ খবর
নির্মাণকাজ শেষ হয় না, রাস্তাও ঠিক হয় না
রাজশাহী বিশ্ববিদ্যালয়নির্মাণকাজ শেষ হয় না, রাস্তাও ঠিক হয় না
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৪)
সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে বিআইপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার 
সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে বিআইপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার 
পা দিয়ে লিখেই ‘এ মাইনাস’ পেলো সিয়াম শেখ
পা দিয়ে লিখেই ‘এ মাইনাস’ পেলো সিয়াম শেখ
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা