X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

মুসলিম উৎখাতের ডাক হিন্দুত্ববাদী নেত্রীর (ভিডিও)

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০১৬, ১৩:৪৬আপডেট : ০৮ জুন ২০১৬, ১৫:৫১
image

বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক নেত্রী ভারতকে মুসলিমমুক্ত করার ডাক দিয়েছেন। ওই নেত্রীর নাম সাধ্বী প্রাচী। তিনি এর আগেও মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে আলোচনায় থেকেছেন।

মঙ্গলবার (৭ জুন) ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে তার একটি ভিডিও সংযুক্তি দেখা যায়। তাতে তিনি বলেন, ‘আমরা ভারতকে কংগ্রেসমুক্ত করেছি, এবার মুসলিমমুক্ত ভারত গড়তে হবে। আর এজন্য আমরা কাজ করছি।’

সাধ্বী প্রাচী বলিউড তারকা শাহরুখ খান এবং আমির খানের সমালোচনা করে বলেন, ‘দুটি ছবি ফ্লপ হতেই শাহরুখের হিন্দুদের কথা মনে পড়েছে। এরকমটাই আমির খানের আসন্ন ছবির সঙ্গেও হওয়া উচিত। তারা ভারতের খেয়ে পাকিস্তানের গীত গায়।’

যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন সম্পর্কে সাধ্বী প্রাচী বলেন, “বিজেপি যদি যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনে রাখে, তাহলে বিজেপি ৩০০ আসনই পাবে এবং উত্তর প্রদেশ অনাচার, অত্যাচার মুক্ত হবে। এর ফলে মুসলিমমুক্ত উত্তর প্রদেশ হবে এবং ‘উত্তম প্রদেশ’ তৈরি হবে।”

এর আগে গত বছর ফেব্রুয়ারিতে উত্তর প্রদেশের বদায়ুতে এক সভায় সাধ্বী প্রাচী মুসলিমদের লক্ষ্য করে বিতর্কিত মন্তব্যে বলেন, ‘লাভ জিহাদের নামে আমাদের মেয়েদের ফাঁসানো হচ্ছে। তারপর তারাই ৩৫-৪০ জনের জন্ম দিচ্ছে।’

তার প্রশ্ন, পরিবার পরিকল্পনার দায় কেন শুধু হিন্দুদের ওপরই বর্তাবে? ভারতীয় ঐতিহ্য বাঁচিয়ে রাখতে প্রত্যেক হিন্দু মহিলার অন্তত চার সন্তানের জন্ম দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এ নিয়ে বিতর্ক শুরু হলে সাধ্বী প্রাচী বলেন, ‘আমি তো চার সন্তান জন্ম দেয়ার কথা বলেছিলাম, ৪০টি কুকুরছানা জন্ম দেয়ার কথা তো বলিনি।’

সাধ্বী প্রাচী

২০১৪ সালের ডিসেম্বরে সাধ্বী প্রাচীর গড়ে তোলা ‘ধর্ম জাগরণ মঞ্চ’ নামের এক উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, ২০২১ সালের মধ্যে ভারতকে মুসলিম এবং খ্রিস্টান মুক্ত করা হবে।

সংগঠনটির পশ্চিম উত্তর প্রদেশের প্রধান রাজেশ্বর সিং বলেন, ‘মুসলিম এবং খ্রিস্টানদের ভারতে থাকার অধিকার নেই। ইসলাম বিদেশি ধর্ম। যদি ওরা মুসলমান হয়ে ভারতে থাকতে চায়, ওদের থাকতে দেয়া হবে না। তা সে বাংলাদেশি হোক বা অন্য কেউ হোক। এই দেশ মুসলমানদের সম্পত্তি নয়।’ তিনি আরো বলেন, ‘ভারত মুসলিমদের জন্য নয়। তার পরামর্শ- ‘পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, আপনারা সেখানে গিয়ে থাকুন।’

আর এবার সংঘ নেত্রী সাধ্বী প্রাচী ভারতকে মুসলিমমুক্ত করার ডাক দিলেন এবং সেই লক্ষ্যে তাদের হিন্দুত্ববাদী সংগঠন কাজ করছে বলে ঘোষণা দিলেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়ুন: 

সীমান্ত অঞ্চল থেকে শহরের দিকে ছুটছে মানুষ

মার্কিন ব্যাংকগুলোতেও হ্যাকিংয়ের ভয়!

নিউ জার্সি জয়ের ফলে আরেক ধাপ অগ্রসর হলেন হিলারি

/এসএ/বিএ/

সম্পর্কিত
চাবাহার বন্দর: ভারত-ইরান চুক্তির পর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ১৪
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সর্বশেষ খবর
মাইজিপি অ্যাপেই খোলা যাচ্ছে বিকাশ অ্যাকাউন্ট
মাইজিপি অ্যাপেই খোলা যাচ্ছে বিকাশ অ্যাকাউন্ট
প্লে-অফে বেঙ্গালুরু, চেন্নাইয়ের সম্ভাবনা কতটুকু?
প্লে-অফে বেঙ্গালুরু, চেন্নাইয়ের সম্ভাবনা কতটুকু?
ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু
ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু
আরসার আস্তানায় অভিযান, গ্রেনেড-রকেট শেলসহ গ্রেফতার ২
আরসার আস্তানায় অভিযান, গ্রেনেড-রকেট শেলসহ গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
বিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা
যুগপৎ ধারায় আসবে নতুন কর্মসূচিবিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল