X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাই

নিউ জার্সির জয়ে আরেক ধাপ অগ্রসর হলেন হিলারি

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০১৬, ০৯:১৫আপডেট : ০৮ জুন ২০১৬, ১৫:৪৮
image

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থিতা বাছাইয়ে নিউ জার্সি প্রাইমারিতে জয় পেয়েছেন হিলারি ক্লিনটন। মঙ্গলবার (৭ জুন) অনুষ্ঠিত ওই প্রাইমারিতে বার্নি স্যান্ডার্সকে হারিয়ে মনোনয়ন দৌড়ে আরেক ধাপ অগ্রসর হলেন হিলারি।

সমর্থকদের মাঝে হিলারি

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ৯৫ শতাংশ ভোট গণনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি পেয়েছেন ৬৩.৩ শতাংশ ভোট।  আর স্যান্ডার্স পেয়েছেন ৩৬.৭ শতাংশ ভোট।

নিউ জার্সিতে জয়ী হওয়ার মাধ্যমে হিলারি পরপর তিনটি জয় পেলেন। এর আগে শনিবার তিনি মার্কিন ভার্জিন আইল্যান্ডে জয়ী হন। রবিবার জয় পান পুর্তো রিকো প্রাইমারিতে।

জয়ী হওয়ার খবরে হিলারি তার নির্বাচনী প্রচারে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘নারীদের জন্য দরজা উন্মুক্ত করাটা কঠিন। তবে তা এবার হবে।’ তিনি স্যান্ডার্সকে শুভেচ্ছা জানান এবং যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘একসঙ্গে আমরা আরও বেশি শক্তিশালী।’ এসময় তিনি ট্রাম্পকে প্রার্থী হিসেবে অযোগ্য বলেও উল্লেখ করেন।

তবে তবে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স শিবির শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। জুলাইয়ে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কনভেনশনেই সুপার ডেলিগেটদের সমর্থন নিজেদের দিকে টানার চেষ্টা করছেন তারা। ক্যালিফোর্নিয়ায় বার্নি স্যান্ডার্স জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। আর ডাকোটায় হিলারি জয়ের আশা করছেন।

এদিকে, সোমবার (৬ জুন) এপি এক প্রতিবেদনে জানায়, সুপার ডেলিগেটদের সমর্থনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় ২ হাজার ৩৮৩ ডেলিগেটের সমর্থন পেয়ে গেছেন হিলারি। তবে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে এখনও মনোনয়ন নিশ্চিত করা হয়নি। তা নিশ্চিত করা হয়ে জুলাইয়ে অনুষ্ঠিত পার্টি কনভেনশনে।  

হিলারি ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেলে তিনি হবেন কোনও বৃহৎ মার্কিন দলের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী। নিউ জার্সির আগে পর্যন্ত হিলারির ১ হাজার ৮১২ জন ডেলিগেটের সমর্থন রয়েছে। এপি-র তথ্যমতে, সেই সঙ্গে যোগ হয়েছে ৫৭১ জন সুপার ডেলিগেটের সমর্থন।

বার্নি স্যান্ডার্সের পক্ষে আছেন ১ হাজার ৫২১ জন ডেলিগেট। তবে সুপার ডেলিগেটদের মধ্যে তিনি মাত্র ৪৮ জনের সমর্থন পাবেন বলে মনে করা হচ্ছে।  

সূত্র: দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন: 

ইস্তানবুল হামলার চার সন্দেহভাজন আটক

মার্কিন ব্যাংকগুলোতেও হ্যাকিংয়ের ভয়!

যৌন সম্পর্কে বাধা দেওয়ায় ১৯ নারীকে পুড়িয়ে হত্যা করল আইএস!

/এসএ/বিএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা