X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মার্কিন ব্যাংকগুলোতেও হ্যাকিংয়ের ভয়!

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০১৬, ১০:৩৯আপডেট : ০৮ জুন ২০১৬, ১৫:৪৯
image

মার্কিন ব্যাংকগুলোতেও হ্যাকিংয়ের ভয়! বাংলাদেশ ব্যাংকে সাইবার ডাকাতির পর বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তার বিষয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তাতে হ্যাকিংয়ের ভয়ে রয়েছে মার্কিন ব্যাংকগুলোও। এ বিষয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষও। মার্কিন গোয়েন্দা বাহিনী এফবিআই-এর সুপারিশের পর যুক্তরাষ্ট্রের ব্যাংক খাত নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ইউএস ফেডারেল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনাল এক্সামিনেশন কাউন্সিল দেশটির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (৭ জুন) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ প্রদান করে। ফেডারেল ব্যুরো অব ইন্টিলিজেন্স (এফবিআই)-এর প্রতিবেদনের ভিত্তিতেই ওই নির্দেশনা দেওয়া হয়। আর এতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় ওয়াশিংটনের উদ্বেগের বিষয়টিও স্পষ্ট হয়েছে।
নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট মেসেজে ভুয়া নির্দেশনা পাঠিয়ে বাংলাদেশ ব্যাংকের এর মধ্যে মোট ১০১ মিলিয়ন ডলার স্থানান্তর হয়। পরে শ্রীলঙ্কায় স্থানান্তরকৃত ২০ মিলিয়ন ডলার একটি বানান ভুল হওয়ার কারণে বাংলাদেশ ব্যাংক ফেরত পায়। ওই আন্তর্জাতিক সাইবার ডাকাতির প্রেক্ষাপটে দুই সপ্তাহ আগে ব্যাংকগুলোকে সম্ভাব্য সাইবার হামলার চিহ্ন খতিয়ে দেখতে ওই পরামর্শ দেয় এফবিআই।
যে অপরাধী চক্র এ ধরনের প্রযুক্তিগত নিরাপত্তা ভেঙেছে তারা গোপনে নজরদারি চালিয়ে যাচ্ছে এবং ফের একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে সাইবার নিরাপত্তাদাতা কয়েকটি সংস্থার পক্ষ থেকে সতর্ক করা হয়। এরই পরিপ্রেক্ষিতে এফবিআই ব্যাংকগুলোর নেটওয়ার্কে কারিগরী দিকটি খুঁজে দেখতে চাইছে।

ফেডারেল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনাল এক্সামিনেশন কাউন্সিলের বিবৃতিতে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচিত তাদের ঝুঁকি ব্যবস্থাপনার চর্চা, তথ্য-প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ এবং জালিয়াতি শনাক্তকরণ, যাচাইকরণ ও প্রতিরোধ ব্যবস্থাপনা (ফায়ারওয়াল) থেকে শুরু করে পেমেন্ট সিস্টেম নেটওয়ার্ক পর্যন্ত পূর্ণাঙ্গ পর্যালোচনা করার কথা বলা হয়।

তবে সাইবার নিরাপত্তা পর্যালোচনা করতে বললেও এ বিষয়ে নতুন কোনো নীতিমালা নির্ধারিত করা হয়নি। চলমান নীতিমালা মেনে কাজ করার ওপরই জোর দিয়েছেন তারা।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তে এক যোগে কাজ করছে ফিলিপিন্সের মুদ্রা পাচার প্রতিরোধ সংস্থা অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিল এবং বাংলাদেশের সিআইডির পাশাপাশি এফবিআই-সহ কয়েকটি দেশের তদন্তকারী সংস্থা ও সাইবার নিরাপত্তায় পরামর্শদানকারী প্রতিষ্ঠান।

তদন্তে জানা যায়, সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন)-এর নেটওয়ার্ক হ্যাকড করে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের ওই রিজার্ভ চুরি করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুইফট ঘোষণা দেয়, তারা বিশ্বব্যাপী তাদের নেটওয়ার্ক নতুন করে ঢেলে সাজাবে। বিশ্বের ২০টিরও বেশি কেন্দ্রীয় ব্যাংক সুইফটের নেটওয়ার্কিং ব্যবহার করে, যার সঙ্গে মুদ্রা আদান-প্রদানে আরও যুক্ত রয়েছে ১১ হাজারেরও বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

উল্লেখ্য, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেম হ্যাকড করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ৮১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ চুরি করে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি)-এর জুপিটার ব্রাঞ্চের চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করে। এরপর ওই অর্থ বহু হাত ঘুরে পৌঁছায় ফিলিপাইনের কয়েকটি ক্যাসিনোতে।

সূত্র: রয়টার্স।

আরও পড়ুন: 

ইস্তানবুল হামলার চার সন্দেহভাজন আটক

নিউ জার্সি জয়ের ফলে আরেক ধাপ অগ্রসর হলেন হিলারি

যৌন সম্পর্কে বাধা দেওয়ায় ১৯ নারীকে পুড়িয়ে হত্যা করল আইএস!

/এসএ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ