X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘ট্রাম্পের আমেরিকায় মুসলিম, ল্যাটিন বা আফ্রো-আমেরিকানদের কোনও স্থান আছে?’

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০১৬, ১৭:৩০আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৭:৩০

ডোনাল্ড ট্রাম্প মুসলিম, ল্যাটিন ও আফ্রো-আমেরিকানদের নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে বারবার সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার কথাও বলেছেন তিনি। এবার ইরাক যুদ্ধে নিহত মার্কিন সেনা হুমায়ুন খানের বাবা খিজির খান জানতে চেয়েছেন, ট্রাম্পের আমেরিকায় মুসলিম, ল্যাটিন বা আফ্রো-আমেরিকানদের কোনও স্থান আছে কিনা? রবিবার রাতে নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে হিলারি সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্পের প্রতি এমন প্রশ্ন ছুঁড়ে দেন খিজির খান।

ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে খিজির খান বলেন, ‘আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। আপনার আমেরিকায় কি আমার সন্তানের কি কোনও স্থান রয়েছে? আপনার আমেরিকায় কি মুসলিমদের স্থান রয়েছে? আপনার আমেরিকায় কি ল্যাটিনদের স্থান রয়েছে? আপনার আমেরিকায় কি আফ্রে-আমেরিকানদের কোনও স্থান রয়েছে? আপনার আমেরিকায় কি এদের কারোই স্থান নেই? ভালো! সৌভাগ্যবশত এটা আপনার আমেরিকা নয়।’

কয়েক মাস আগেও ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কনভেনশনে যুক্তরাষ্ট্রের জন্য তার ছেলের আত্মত্যাগের কথা স্মরণ করে মুসলিমবিদ্বেষী ডোনাল্ড ট্রাম্পকে তুলোধোনা করেন খিজির খান।

ডোনাল্ড ট্রাম্পকে ‘বাজে প্রার্থী’ হিসেবেও আখ্যায়িত করেন খিজির খান। তিনি বলেন, ডেমোক্র্যাটিক কনভেনশনে বক্তব্য এবং তার সূত্র ধরে ট্রাম্পের সমালোচনার শিকার হওয়ার পর সারা দেশ থেকে মানুষ তাকে উৎসাহিত করেছেন। সাধুবাদ জানিয়ে তিনি ও তার স্ত্রীকে ‘উদার আমেরিকার প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন অনেকে।

খিজির খান

এর  আগে গত সেপ্টেম্বরে খিজির খান মন্তব্য করেন, ট্রাম্পের বিপক্ষে ভোট হবে ঘৃণার বিপক্ষে ভোট। ৩৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী খিজির খানের ভাষায়, ‘আমি জানি, যে মূল্যবোধের জন্য আমি আমেরিকার প্রতি আকৃষ্ট হয়েছিলাম, ডোনাল্ড ট্রাম্প সেই মূল্যবোধের প্রতিনিধি নন।’

তিনি বলেন, মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধের দাবি তুলে ডোনাল্ড ট্রাম্প একজন মার্কিন সৈনিকের আত্মত্যাগের প্রতি অসম্মান করেছেন।

উল্লেখ্য, জনসংখ্যার বিচারে কম হলেও গুরুত্বপূর্ণ কিছু রাজ্যে ভোটের লড়াইয়ে মুসলিমরা গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচিত হন। কারণ মার্কিন মুসলিমদের বেশিরভাগেরই বাস মিশিগান, ওহাইয়ো, ভার্জিনিয়া কিংবা ফ্লোরিডার মত দোদুল্যমান রাজ্যগুলোতে। ফলে মুসলিম ভোট ব্যাংক এসব রাজ্যে নির্বাচনি লড়াইয়ের পার্থক্য গড়তে ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল ইকোনমি বিভাগের অধ্যাপক শারিন হেলোরান। তিনি বলেন, এবারই প্রথম মুসলমানরা একটি গ্রুপ হিসেবে স্বতন্ত্রভাবে আমেরিকার রাজনৈতিক ইতিহাসে আবির্ভূত হয়েছেন। সূত্র: সিএনএন, দ্য নিউ ইয়র্ক টাইমস।

/এমপি/এএ/

সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত