X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গুপ্তচরবৃত্তির অভিযোগে সৌদিতে ১৫ শিয়া মুসলিমের মৃত্যুদণ্ড

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৬, ১৮:২৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৮:২৫
image

গুপ্তচরবৃত্তির অভিযোগে সৌদিতে ১৫ শিয়া মুসলিমের মৃত্যুদণ্ড ইরানের পক্ষে ‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগ তুলে ১৫ শিয়া মুসলিমকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরবের এক আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রদ্রোহ-গুপ্তচরবৃত্তি-তথ্যপাচারের অভিযোগে ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সৌদি আদালত। অভিযুক্তদের ৩০ জন ছিলেন শিয়া ধর্মাবলম্বী। তাদের মধ্যে ১৫ সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দিলো আদালত।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে রিয়াদের বিশেষ অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করা হয় ওই ৩২ জনকে। ২০১৩ সাল থেকে তারা আটক রয়েছেন বলে ধারণা করা হয়। এদের মধ্যে ২ জন বিদেশি নাগরিক। একজন ইয়েমেনের, অপরজন ইরানের।
বিচার শুরুর সময় বলা হয়েছিলো, অভিযুক্তদের মধ্যে থাকা শিয়া ধর্মাবলম্বীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় নেতা, রাজনীতিক, ব্যাংকার ও বিশ্ববিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন। সৌদি আরবের উত্তারাঞ্চলের শিয়া অধ্যূষিত অঞ্চলে এদের বসবাস। তবে এবার মঙ্গলবার এসে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আরাবিয়া টেলিভিশন বলছে, মঙ্গলবার যাদের শাস্তির রায় দেওয়া হয়েছে, তাদের বেশিরভাগই সৌদি সামরিক বাহিনীর সদস্য।
২ কোটি ৮০ মানুষের দেশ সৌদি আরবে শিয়া ধর্মাবলম্বীদের পরিমাণ ১০ থেকে ১৫ শতাংশ। সৌদি রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিপুল পরিমাণ বৈষম্য এবং কখনও কখনও নির্যাতনেরও শিকার হয়ে থাকে। জনশিক্ষা, বিচারব্যবস্থা, সরকারি চাকরি কিংবা ধর্মীয় স্বাধীনতায় কাঠাবোবদ্ধ বৈষম্যের শিকার হয়ে থাকেন তারা।

২০১১ থেকে ২০১৪ সালে সৌদি আরবে সরকারবিরোধী বিক্ষোভে কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২০ শিয়া মুসলিমের প্রাণহানি ঘটে। ২ জানুয়ারি ২০১৬ সৌদি কর্তৃপক্ষ ৪৭ জনের শিরশ্ছেদ করে। শিরশ্ছেদকৃতদের মধ্যে প্রখ্যাত শিয়া নেতা শেখ নিমরও ছিলেন। ওই ঘটনা তখন নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পাশাপাশি শিয়া-সুন্নি ও সৌদি-ইরান বিরোধ চরম পর্যায়ে পৌঁছায়। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন তখন উদ্বেকজনক পরিস্থিতিতে চলে যায়।

নিমর ছিলেন শান্তিপূর্ণ সংস্কারের একজন অব্যাহত প্রবক্তা। তিনি সৌদি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের। তিনি অবশ্য সমালোচক ছিলেন সৌদি শাসকশ্রেণীর। কিন্তু কোনো সন্ত্রাসী কাজে জড়িত থাকার কোনো রেকর্ড তার ছিল না।

এখন পর্যন্ত বিশ্বের ১৪০টি দেশ তাদের আইন ও অনুশীলনে মৃত্যুদণ্ড বাতিল করেছে। অপরদিকে সৌদি আরবে মৃত্যুদণ্ডে দণ্ডিত লোকের সংখ্যা ক্রমাগতভাবে বেড়েছে। সূত্র: বিবিসি, দ্য ইন্ডিপেন্ডেন্ট

/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!