X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিবন্ধন না করায় চট্টগ্রামে ভারতীয় মেডিক্যাল শিক্ষার্থীদের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৭, ০১:৫৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ০২:০৪

হিন্দুস্তহান টাইমসের প্রতিবেদন চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল শিক্ষার্থীদের নিবন্ধন না করায় গত তিন ধরে প্রতিবাদ ও বিক্ষোভ করে আসছে ভারতীয় শিক্ষার্থীরা। বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) শিক্ষার্থীদের নিবন্ধন না করায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, চট্টগ্রামের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপলাইড হেলথ সাইন্স ইনস্টিটিউটে গত তিনটি ব্যাচের প্রায় এক হাজার শিক্ষার্থীর নিবন্ধন করেনি বিএমডিসি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ওইসব ব্যাচের ভারতীয় শিক্ষার্থীদের নিবন্ধন না করায় নেপাল, শ্রীলংকা ও বাংলাদেশের শিক্ষার্থীরাও প্রভাবিত হচ্ছেন। কয়েকজন ভারতীয় শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী ২৩ জানুয়ারি থেকে এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য বিষয়টি বেশি জটিল হয়ে পরেছে।

ভারতীয় এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে হিন্দুস্থান টাইমসকে জানান, ‘আমরা যদি পরীক্ষা দিয়ে পাসও করি তবে তার কোনও মূল্য নেই। কারণ বিএমডিসি আমাদের নাম নিবন্ধন করেনি। এমনকি আমরা ভারতের মেডিক্যাল কাউন্সিলের মেডিক্যাল পরীক্ষাও অংশ নিতে পারবো না।’

ওই শিক্ষার্থী আরও জানান, ‘নাম নিবন্ধন না করায় পাঁচ বছর কঠোর পরিশ্রম করে সবকিছু ব্যর্থ হয়ে যাবে এবং আমরা কোথাও অনুশীলন করতে পারবো না।’

ভারতীয় শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, তারা ই-মেইলে ভারতের মানবসম্পদ উন্নয়ন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তবে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি।

সুষমা স্বরাজের টুইট তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলার কাছ থেকে এ বিষয়ে একটি প্রতিবেদন পেয়েছি। প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারণক্ষমতার বেশি শিক্ষার্থী ভর্তি করেছে। শিক্ষার্থীদের সহায়তা করতে ভারতীয় হাইকমিশনারকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিএমডিসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছ।’

এছাড়াও ওই টুইট বার্তায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আন্দোলনরত ভারতীয় শিক্ষার্থীদের ঢাকায় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন।

সুষমা স্বরাজের টুইট- চট্টগ্রামের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া জানান, ‘বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিএমডিসি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছে। যতদ্রুত সম্ভব ভারতীয় শিক্ষার্থীদের নাম নিবন্ধনভুক্ত করা হবে। তবে এটা এখন সিদ্ধান্ত গ্রহণকারীদের ওপর নির্ভর করছে।’

তিনি আরও বলেন, ‘আগের সব ব্যাচের শিক্ষার্থীদের নাম সাফল্যের সঙ্গে নিবন্ধনভুক্ত করা হয়েছে এবং তারা সাফল্যের সঙ্গে তাদের পেশা জীবন শুরু করেছে। তবে শুধুমাত্র ২৮তম, ২৯তম ও ৩০তম ব্যাচের শিক্ষার্থীদের এ সমস্যা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল আমিন জানান, ‘বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী এ সমস্যায় পড়েছেন। যাদের মধ্যে চারশ জন ভারতীয়।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এসএনএইচ/

  

সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা