X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কাজাখস্তান শান্তি আলোচনায় অংশ নেবেন সিরীয় বিদ্রোহীরা

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৭, ০৭:১৫আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ০৭:১৮
image

জয়েশ আল-ইসলামের এক সদস্য সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীরা রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। ছয় বছর ধরে চলে আসা সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে এটিকে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধি ছাড়াও শান্তি আলোচনায় রাশিয়া, তুরস্ক ও ইরানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ২০ জানুয়ারি ক্ষমতায় আসতে যাওয়া ট্রাম্প প্রশাসনকেও আলোচনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ২৩ জানুয়ারি শান্তি আলোচনা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

মোহাম্মদ আলৌশ

বিদ্রোহী সংগঠন জয়েশ আল-ইসলাম-এর অন্যতম প্রধান নেতা এবং হাই নেগোসিয়েশন কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলৌশ শান্তি আলোচনায় বিদ্রোহীদের অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন।

তিনি ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে বলেন, ‘সকল বিদ্রোহী গ্রুপই যাচ্ছে আস্তানা। এতে সকলেরই সমর্থন রয়েছে।’ সিরিয়ার শাসক এবং তার মিত্রদের রক্তাক্ত খেলা বন্ধের একটি প্রক্রিয়া হলো আস্তানা। আমরা এই ক্রমাগত অপরাধ বন্ধ করতে চাই।’

তবে বিদ্রোহীদের বার্তা সংস্থা শাম নেটওয়ার্ক সোমবার জানিয়েছে, কয়েকটি বিদ্রোহী গ্রুপ শান্তি আলোচনায় অংশ নিচ্ছে না। এর মধ্যে রয়েছে আহরার আল-শাম, যাদের একটা বৃহৎ অংশ সরকারি বাহিনীর সঙ্গে এখনও যুদ্ধ করছে।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন জানিয়েছেন, ‘আস্তানায় শান্তি যলোচনার আগে আমরা অস্ত্রবিরতি নিশ্চিত করতে চাই। আমরা রাশিয়াকে বলেছি, তারা যেন সিরিয়ার ক্ষমতাসীনদের দিকে লক্ষ্য রাখে। দেশজুড়ে বেশিরভাগ অপরাধ ক্ষমতাসীনরাই করেছে। আমরা বিদ্রোহীদেরও সহযোগিতার মানসিকতা ধারণ করার জন্য বলেছি।’ 

বাশার আল-আসাদ

শান্তি আলোচনায় ‘সবকিছু’ নিয়ে কথা বলতে প্রস্তুত রয়েছেন বলে আগেই জানিয়েছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এমনকি তার প্রেসিডেন্ট পদে থাকা না থাকার প্রশ্নে আলোচনা করতেও প্রস্তুত আছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় ২০১৬ সালের ২৯ ডিসেম্বর থেকে সিরিয়াজুড়ে অস্ত্রবিরতির ব্যাপারে সম্মত হয় আসাদ সরকার ও সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলো। ৩০ ডিসেম্বর মধ্যরাত থেকে সিরিয়াজুড়ে এ অস্ত্রবিরতি কার্যকর হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস), আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা সংশ্লিষ্ট জাবাথ ফাতেহ আল-শাম এবং কুর্দি ওয়াইপিজি বিদ্রোহীরা ছাড়া বাকি পক্ষগুলো এ অস্ত্রবিরতি অন্তর্ভুক্ত।

সূত্র: দ্য গার্ডিয়ান, আল-জাজিরা।

/এসএ/ 

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী