X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৫৪ বছর পর দেশে ফিরলেন ভারতে আটকেপড়া চীনা সেনা

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৩৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৪০

ওয়াং-শি অর্ধশতকেরও বেশি সময় পর শনিবার চীনে তার নিজের শহরে ফেরেন ভারতে ৫০ বছরের বেশি সময় ধরে আটকেপড়া এক চীনা সেনা অবশেষে নিজ দেশে পরিবারের কাছে ফিরে গেছেন। ওয়াং-শি ছিলেন চীনা সেনাবাহিনীর একজন সার্ভেয়ার। বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ১৯৬৩ সালে ভুলক্রমে কিভাবে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন। পরে ভারত থেকে চীনে ফিরে যাওয়ার জন্য ভারত সরকার তাকে প্রয়োজনীয় কাগজপত্র দিতে অস্বীকার করে।

বিবিসি-র এ সংক্রান্ত রিপোর্টের পর দিল্লিতে চীনা কূটনীতিকরা ওয়াং-শি’র সঙ্গে দেখা করেন। তারা তাকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করার কথা জানান।

সন্তান ও নাতনিকে নিয়ে শনিবার ওয়াং শি যখন চীনে তার নিজ এলাকা শিয়াংইয়াং প্রদেশে পৌঁছান তখন সেখানকার মানুষ ‘সেনাকে স্বদেশে স্বাগত’ ব্যানার নিয়ে তাকে অভ্যর্থনা জানান।

চীনা সেনাবাহিনীর এই সাবেক সদস্য বলেন "১৯৬৩ সালের জানুয়ারিতে চীনা সেনাবাহিনীর হয়ে রাস্তা বানানোর কাজে নিযুক্ত থাকাকালে ভুলবশত ভারতে ঢুকে পড়লে আমাকে গ্রেফতার করা হয়।”

তিনি বলেন, “আমি আমার ক্যাম্প থেকে হাঁটতে বেরিয়েছিলাম, তখন রাস্তা হারিয়ে ফেলি। আমি ক্লান্ত আর ক্ষুধার্ত ছিলাম। আমি রেড ক্রসের একটা গাড়ি দেখে তাদের কাছে সাহায্য চেয়েছিলাম। তারা আমাকে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেয়।" এজন্য পরের ছয় বছর তাকে বিভিন্ন কারাগারে কাটাতে হয়। ১৯৬৯ সালে আদালত তার মুক্তির আদেশ দেয়।

জেল থেকে মুক্তি দিয়ে পুলিশ তাকে ভারতের মধ্যপ্রদেশে টিরোডি নামে এক প্রত্যন্ত গ্রামে ছেড়ে দেয়। তাকে এরপর ভারত থেকে বেরুতে দেওয়া হয়নি। সেখানে তিনি স্থানীয় এক ভারতীয় নারীকে বিয়ে করেন।

৫৪ বছর পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন তাকে দেশ ছাড়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ভারত ছাড়ার অনুমতি দিয়েছে। তার পরিবারের সদস্যদেরও ভারত সরকার ভারতীয় পাসপোর্ট দিয়েছে যদি তারা ওয়াং-শি’র সঙ্গে চীনে যেতে চায়। কিন্তু তার স্ত্রী, যিনি ভারতীয় নাগরিক, তিনি ওয়াং-এর সঙ্গে যাননি। ওয়াং নিজেও ভারতে ফেরত আসবেন কিনা তা স্পষ্ট নয়। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/

সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা