X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান

দ. কোরীয় কোম্পানির সঙ্গে পেট্রোবাংলার ৯০০ কোটি টাকার বিনিয়োগ-চুক্তি

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৭, ১৪:১৮আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৪:১৯
image

পসকো দাইয়ু গভীর সমুদ্রে গ্যাসের অনুসন্ধান চালাতে বাংলাদেশে আসছে দক্ষিণ কোরিয়াভিত্তিক বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি পসকো দাইয়ু। বাংলাদেশের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি পেট্রোবাংলার সঙ্গে সম্পন্ন হওয়া উৎপাদন-অংশীদারী চুক্তির ভিত্তিতে গভীর সমুদ্রের ১২ নম্বর ব্লকে অনুসন্ধান চালাবে তারা। বুধবার পেট্রো বাংলা এবং পসকো দাইয়ুর কর্মকর্তারা জানান, গ্যাসের যৌথ অনুসন্ধানে ৫ বছরে পাঁচ বছরে দাইয়ু করপোরেশন প্রায় ৯০০ কোটি টাকা বিনিয়োগ করবে। সে অর্থ শোধ না হওয়া পর্যন্ত দাইয়ু প্রতিবছর ৭০ শতাংশ গ্যাস বা তেলের মালিকানা পাবে। তবে টাকা শোধ হওয়ার পর পেট্রোবাংলা তেলে ৯০ শতাংশ এবং গ্যাসে ৮৫ শতাংশ লভ্যাংশ পেতে থাকবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর পেট্রোবাংলার পেট্রো সেন্টারে দাইয়ুর সঙ্গে উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) হয়। চুক্তির শর্ত অনুযায়ী, গভীর সমুদ্রের ১২ নম্বর ব্লকের ইজারা পায় পসকো দাইয়ু করপোরেশন। অত্যন্ত সম্ভাবনাময় এই ব্লকে তেল-গ্যাস পাওয়া যাবে বলে মনে করছেন পেট্রোবাংলা ও দাইয়ু করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। কারণ ব্লকটির পাশে মিয়ানমারের ৮৭ নম্বর ব্লকে দাইয়ু করপোরেশন গত বছরই গ্যাসক্ষেত্র খুঁজে পেয়েছে।

ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পসকো দাইয়ুর প্রধান নির্বাহী ইয়ং-সাং কিম বলেন, ‘গ্যাস খুঁজে পাওয়ার বিষয়ে আমরা খুবই আশাবাদী। কারণ মিয়ানমারের ওই গ্যাসক্ষেত্র এবং বাংলাদেশের গভীর সমুদ্রের ১২ নম্বর ব্লকের ভূতাত্ত্বিক গঠন একই ধরনের।’ আর পেট্রোবাংলার কর্মকর্তা মাহবুব সারওয়ার জানান, বঙ্গোপসাগরে বাংলাদেশের ২৬টি জ্বালানি ব্লক রয়েছে। এর মধ্যে ১৫টি গভীর সমুদ্র বন্দরে। মিয়ানমারের যে ব্লকে পসকো গ্যাস খুঁজে পেয়েছে, তার কাছের একটি ব্লকেই দ্বিমাত্রিক সিসমিক জরিপ চালানো হবে।   

জানা গেছে, দাইয়ু প্রথম তিন বছরে এক হাজার ৮০০ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক সাইসমিক জরিপ পরিচালনা করবে। এ জন্য দাইয়ুর ব্যয় হবে ৩০ লাখ থেকে ৫০ লাখ ডলার। আর পরবর্তী দুই বছর এক হাজার বর্গকিলোমিটার ত্রিমাত্রিক সাইসমিক জরিপ করবে দাইয়ু। এ জন্য ব্যয় হবে ৫০ লাখ থেকে ৭০ লাখ ডলার। এরপর দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠান একটি অনুসন্ধান কূপ খনন করবে, যার জন্য ব্যয় হবে প্রায় ১০ কোটি ডলার। সব মিলিয়ে পাঁচ বছরে দাইয়ু করপোরেশন ১১ কোটি ২০ লাখ ডলার ব্যয় করবে।

চুক্তি অনুযায়ী, বিনিয়োগ না উঠে আসা পর্যন্ত দাইয়ু প্রতিবছর ৭০ শতাংশ গ্যাস বা তেলের মালিকানা পাবে। তারা নিজেদের নির্ধারিত দামে প্রথমে পেট্রোবাংলার কাছে ওই জ্বালানি বিক্রির আহ্বান জানাবে। পেট্রোবাংলা না কিনলে তারা বাংলাদেশি কোনও কোম্পানি অথবা বিদেশি কোম্পানির কাছে ওই জ্বালানি বিক্রি করতে পারবে।

বিনিয়োগ উঠে যাওয়ার পর পেট্রোবাংলা তেলে ৯০ শতাংশ এবং গ্যাসে ৮৫ শতাংশ লভ্যাংশ থাকবে।

বাংলাদেশে প্রতিদিন ২৭০০ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস তোলা হয়। যেখানে চাহিদার তুলনায় ঘাটতি ৬০০ মিলিয়ন কিউবিক ফুট।

মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন, অস্ট্রেলিয়ার সান্তোস এবং ভারতের অয়েল অ্যান্ড গ্যাস কর্পোরেশনের পর এবার পসকো দাইয়ু বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ দেখাল। তবে সম্প্রতি শেভরন জানিয়েছে, তারা বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিতে চায়।

সূত্র: বিজনেস টাইমস, রয়টার্স।  

/এসএ/বিএ/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত