X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ পার্লামেন্টে হামলায় আরও দুই ব্যক্তি গ্রেফতার

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৭, ১৭:১১আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৭:১৩

ব্রিটিশ পার্লামেন্টে হামলায় আরও দুই ব্যক্তি গ্রেফতার লন্ডনের ওয়েস্টমিনিস্টার এলাকায় ব্রিটিশ পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশ আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করেছেন। এই দুই ব্যক্তিকে গ্রেফতারের ঘটনাকে তদন্তের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে মনে করছে পুলিশ।  হামলার এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে ৯জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ব্রিটেনের শীর্ষ কাউন্টার টেরোরিজম কর্মকর্তা মার্ক রাউলি জানান, বৃহস্পতিবার শেষ রাতের দিকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবারের হামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, আমাদের তদন্তে হামলাকারীর মোটিভ অনুসন্ধান করা হচ্ছে। হামলাকারীর অভিযান ও তার সহযোগীদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

রাউলি জানান, ওয়েস্টমিনিস্টার ব্রিজে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত এবং একজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে ব্রিটিশ পার্লামেন্টের সন্দেহভাজন হামলাকারী হিসেবে খালিদ মাসুদের নাম প্রকাশ করে পুলিশ। খালিদ মাসুদের জন্ম কেন্টের ডার্টফোর্ডে। আড্রিয়ান রাসেল আজাও নামে বেড়ে ওঠা খালিদ মাসুদ সম্প্রতি ওয়েস্ট মিডল্যান্ডস-এ বসবাস করছিলেন।

উল্লেখ্য, ২২ মার্চ ২০১৭ বুধবার ওয়েস্টমিনস্টার সেতুর ওপর দিয়ে পার্লামেন্টের দিকে আসার পথে সজোরে গাড়ি চালিয়ে তা পথচারীদের ওপর উঠিয়ে দেন এক হামলাকারী। সেসময় বেশ কয়েকজন হতাহত হন। পরে গাড়িটি পার্লামেন্টের নিরাপত্তাবেষ্টনীতে গিয়ে আঘাত হানে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারী ৮ ইঞ্চি ছুরি নিয়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে এক পুলিশ সদস্যের ওপর ছুরিকাঘাত করেন তিনি। তখন পুলিশ হামলাকারীকে গুলি করে তাকে রুখে দেয়। গুলিতে নিহত হয় হামলাকারী।

বুধবার রাতে সন্দেহভাজনদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হয়। বৃহস্পতিবার ‌সংবাদ সম্মেলনে এ অভিযানের ব্যাপারে কথা বলেন মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত উপ-কমিশনার মার্ক রাউলি। তিনি জানান, লন্ডন, বার্মিংহামসহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। পরে এক টুইট বার্তায় রাউলি জানান, গ্রেফতারকৃতের সংখ্যা আট। এখন পর্যন্ত ছয়টি বাড়িতে অভিযান চালানোর খবর নিশ্চিত করেছেন তিনি। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত