X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দায়িত্ব নিলেন নতুন ফরাসি প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৭, ১৫:৪০আপডেট : ২৯ মে ২০১৭, ১৯:৪৯
image


ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ শপথ গ্রহণের মধ্য দিয়ে ফ্রান্সের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। রবিবার (১৪ মে) এলিসি প্রাসাদে বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ তার কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রবিবার সকালে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে পৌঁছান ম্যাক্রোঁ। বিদায়ী ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন তিনি।  দুজনের মধ্যে আধা ঘণ্টার বৈঠক হওয়ার কথা থাকলেও পরে তা দীর্ঘস্থায়ী হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী বৈঠকে পারমাণবিক অস্ত্র পরিচালনার গোপন কোড হস্তান্তরসহ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে এলিসি প্রাসাদে প্রেসিডেন্টের শপথ নেন ম্যাক্রোঁ। শপথ গ্রহণের পর তাকে লিজিয়ন অব অনার প্রদান করা হয়।  

ম্যাখোঁর শপথ
বিবিসির প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব নিয়ে প্রথম সপ্তাহটি খুব ব্যস্ত থাকবেন ম্যাক্রোঁ। সোমবারই তার জার্মানি সফরের দিন। এদিন বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যত নিয়ে কথা বলবেন তিনি।

ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স প্রধানমন্ত্রীর নিয়োগ এবং নতুন সরকার গঠনের দিনক্ষণ জানিয়েছে।
নির্বাচনি প্রচারণায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুসম্পর্কের মধ্য দিয়েই ফ্রান্সকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছিলেন ম্যাক্রোঁ। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসবাদ ও জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।

ফ্রান্সের রাজনীতিতে বাম ও ডানপন্থী রাজনৈতিক প্রধান দু’টি ধারার বাইরে ১৯৫৮ সালের পর ম্যাক্রোঁই প্রথম ব্যক্তি, যিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ