X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল

ঢাকা ও চট্টগ্রামে জায়গা চান ভারতীয় ব্যবসায়ীরা

বিদেশ ডেস্ক
০১ জুন ২০১৭, ২০:২৭আপডেট : ০১ জুন ২০১৭, ২০:২৯

ঢাকা ও চট্টগ্রামে জায়গা চান ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে প্রস্তাবিত তিন ভারতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) নিয়ে খুশি নন ভারতের ব্যবসায়ীরা। মংলা, ভেড়ামারা ও মীরসরাই-এর বদলে তারা চান এসব এসইজেড যেন ঢাকা ও চট্টগ্রামভিত্তিক হয়। এরইমধ্যে এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষকে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন দেশটির ব্যবসায়ীরা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

মূলত বাংলাদেশে নিজস্ব তিনটি বৃহৎ বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মাধ্যমে এদেশে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে দিল্লি। বিশেষ করে ভৌগোলিক কারণে যেসব ভারতীয় প্রতিষ্ঠানের ব্যবসায় বিঘ্ন ঘটছে তাদের জন্যই  এ ধরনের অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

বাংলাদেশের মংলা, ভেড়ামারা ও মীরসরাইয়ে প্রস্তাবিত এসব ভারতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) স্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে অপর্যাপ্ত অবকাঠামো এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাবের মতো সীমাবদ্ধতা কারণে এসব স্থানে এসইজেড-এর আগ্রহী নন ভারতীয় ব্যবসায়ীরা। সোমবার দেশটির কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ ব্যাপারে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশের যে তিন জায়গায় এখন ভারতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনার কথা বলা হচ্ছে; সেটা বাণিজ্যিকভাবে লাভজনক বা টেকসই হবে না। অপেক্ষাকৃত ভালো কানেক্টিভিটি এবং ব্যবসায়িক সম্ভাবনার জন্য তাই এই তিন জায়গার বিকল্প প্রস্তাব করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এসব এসইজেড-এর জন্য বাংলাদেশের রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম বন্দর ভালো জায়গা হতে পারে। ভারতীয় কর্মকর্তারা দ্য হিন্দুকে জানিয়েছেন, বাংলাদেশে বিদ্যমান চীনা এসইজেড-এর অনুরূপ বরাদ্দ চান দেশটির ব্যবসায়ীরা।

বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের পক্ষ থেকে ভ্যাট, আয়কর, শুল্ক, স্ট্যাম্প ডিউটির মতো ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। তবে ভারতীয় ব্যবসায়ীরা নিশ্চয়তা চান যে, বাংলাদেশে ক্ষমতার পালাবদল হলেও যেন তারা এখানে ব্যবসা চালিয়ে যেতে পারেন।

সোমবার ব্যবসায়ীদের সঙ্গে সরকারের ওই বৈঠকের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ভারতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর তালিকা চূড়ান্ত করা। বৈঠকে ভারতের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ছাড়াও অংশ নেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেন্স এবং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের মতো সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে বাংলাদেশে ভারতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ ছিল। পরিকল্পনা অনুযায়ী মীরসরাইয়ে এক হাজার পাঁচ একর, ভেড়ামারায় প্রায় ৪৮০ একর এবং মংলায় ২০০ একর জায়গাজুড়ে ভারতীয় এসব বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কথা রয়েছে।

/এমপি/

সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা