X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ওয়াশিংটন ছাড়লেন রাশিয়া সংযোগ তদন্তের কেন্দ্রবিন্দুতে থাকা রুশ রাষ্ট্রদূত

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৭, ১৯:৪৩আপডেট : ২৩ জুলাই ২০১৭, ২২:৩৯

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্তের কেন্দ্রবিন্দুতে থাকা রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াক ওয়াশিংটন ছেড়েছেন। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে রুশ রাষ্ট্রদূতের দায়িত্ব ছেড়েছেন।

ওয়াশিংটন ছাড়লেন রাশিয়া সংযোগ তদন্তের কেন্দ্রবিন্দুতে থাকা রুশ রাষ্ট্রদূত

ওয়াশিংটনের রুশ দূতাবাস টুইটারে জানিয়েছে, সের্গেল কিসলিয়াকের স্থলাভিষিক্ত রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রে আসার আগ পর্যন্ত মিনিস্টার-কাউন্সেলর ও মিশনের ডেপুটি প্রধান ডেনিস ভি. গনচার দায়িত্বপ্রাপ্ত হিসেবে রাষ্ট্রদূতের কাজ পরিচালনা করবেন।

কিসলিয়াক ২০০৮ সালে ওয়াশিংটন দূতাবাসের দায়িত্ব নেন। ধারণা করা হচ্ছে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আনাতোলি আন্তোনভ তার স্থলাভিষিক্ত হতে পারেন। তবে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এখনও আনাতোলির নিয়োগ চূড়ান্ত করেনি।

কিসলিয়াক এমন সময় দায়িত্ব ছাড়লেন যখন মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ সংযোগ নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় রয়েছেন।

শুক্রবারই (২১ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন কর্মকর্তাদের বরাত দিয়ে এক খবর প্রকাশ করে যাতে দাবি করা হয়, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় জেফ সেশন্স গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রুশ রাষ্ট্রদূত কিসলিয়াকের সঙ্গে আলোচনা করেছেন। পরে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়া জেফ সেশন্স চলতি বছরের মার্চ মাসে রাশিয়ার প্রতিনিধির সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করেন। সেশন্স দাবি করেন, মার্কিন সিনেটর হিসেবেই তিনি কিসলিয়াকের সঙ্গে বৈঠক করেছেন।

এর আগে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্ট মাইকেল ফ্লিনও ফেব্রুয়ারিতে পদত্যাগে বাধ্য হন। রুশ রাষ্ট্রদূত কিসলিয়াকের সঙ্গে বৈঠকের বিষয়টি না জানানো এবং বৈঠক সম্পর্কে ভাইস প্রেসিডেন্টকে ভুল পথে পরিচালিত করার অভিযোগে তাকে পদত্যাগে বাধ্য করেন ট্রাম্প।

এপ্রিলে নিউ ইয়র্ক টাইমস ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করার খবর প্রকাশ করে। মার্চ মাসে হোয়াইট হাউস জানায়, ২০১৬ সালের ডিসেম্বরে ট্রাম্প টাওয়ারে কুশনারের সঙ্গে কিসলিয়াকের বৈঠক হয়। এছাড়া ওই বছরের এপ্রিল ও নভেম্বর মাসে কুশনার টেলিফোনে কিসলিয়াকের সঙ্গে কথা বলেন।

রাশিয়া মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করে আসছে এবং ট্রাম্পও রুশ সংযোগের কথা প্রত্যাখ্যান করে আসছেন। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
সর্বশেষ খবর
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!