X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাজা ঘোষণার পর ‘ধর্মগুরু’র মূল ডেরায় তল্লাশির সম্ভাবনা

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০১৭, ১২:২৭আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১২:৫০
image

ধর্ষণের দায়ে ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং এর বিরুদ্ধে সাজা ঘোষণার পর তার আশ্রম ‘ডেরা সাচা সৌদার’ সদর দফতরে তল্লাশি অভিযান চালাতে পারে পুলিশ। হরিয়ানা পুলিশের প্রধান বিএস সান্ধু এমন আভাস দিয়েছেন। তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। এরইমধ্যে, রাম রহিমের ডেরা সাচা সৌদার অন্য শাখাগুলোতে তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্র এবং ধ্বংসাত্মক সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

রাম রহিম ৩
বিএস সান্ধুর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাম রহিমের ডেরার ১০০টিরও বেশি শাখায় অভিযান চালিয়ে পুলিশ বিপুল সংখ্যক অস্ত্র, গাড়ি বাইক এবং আরও কিছু ‘আপত্তিকর সরঞ্জামাদি’ উদ্ধার করেছে। এগুলোর মধ্যে আছে, বড় ছুরি, একটি তলোয়ার, ১৮টি ধারালো অস্ত্র, ১০৪টি লাঠি, ৪৮টি লোহার রড, ডিজেল, পেট্রোল ও কেরোসিনের বোতল, দুইটি ঘাস কাটার ছুরি, কুঠার, কাস্তে, কাঁচি, বালি এবং মরিচ স্প্রে।

সিরসায় ১০০০ একর জমির ওপর রাম রহিমের ডেরা সাচা সৌদার সদর দফতর অবস্থিত। বিএস সান্ধু জানান, রাম রহিমের বিরুদ্ধে সাজা ঘোষণার পর পুলিশ মূল ডেরায়ও তল্লাশি অভিযান চালাতে পারে। রবিবার তিনি বলেন: ‘সিরসার বিষয়ে বলতে গেলে বলব, অনুসারীরা এর থেকে বের হয়ে আসছেন। সোমবার সাজা ঘোষণার পর আমরা হয়তো ডেরায় তল্লাশি চালানোর চেষ্টা করব। তবে এখন পর্যন্ত এ ধরনের পরিকল্পনা করা হয়নি।’

উল্লেখ্য, শুক্রবার ১৫ বছরের পুরনো এক ধর্ষণ মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করেছেন বিচারপতি জগদীপ। ২০০২ সালে নিজ আশ্রমে দুই নারী অনুসারীকে ধর্ষণ করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ভারতের স্থানীয় সময় সোমবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটায় রাম রহিমের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে।

এদিকে সাজা ঘোষণাকে সামনে রেখে হরিয়ানা জুড়ে বাবা গুরমিত রাম রহিম সিংয়ের যে প্রায় গোটা তিরিশেক ‘ডেরা’ আছে তার সবগুলোই পুলিশ এর মধ্যে সিল করে দিয়েছে। ডেরার যে প্রধানরা ভক্তদের জুটিয়ে আনার ক্ষমতা রাখেন, আটক করা হয়েছে তাদেরও অনেককেই।রোহটাকের আশেপাশের জেলাগুলোকেও সতর্ক করে দেওয়া হয়েছে সেখান থেকে কোনও ডেরা ভক্ত যাতে রোহটাকে ঢুকতে না-পারে।

/এফইউ/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা