X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে শিয়া-সুন্নি মসজিদে পৃথক হামলায় নিহত ৬০

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ অক্টোবর ২০১৭, ০১:৫৬আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ০৩:২৪

আফগানিস্তানে শিয়া-সুন্নি মসজিদে পৃথক হামলায় নিহত ৬০ আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে ও ঘোর প্রদেশের একটি সুন্নি মসজিদে পৃথক হামলায় কমপক্ষে ৬০ জন ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বলে বিবিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, চলতি সপ্তাহে আফগানিস্তানের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭৬ জন মানুষ মারা গেছে।

জানা গেছে, দেশটির রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে এক বন্দুকধারী প্রবেশ করে। পরে সেখানে এলোপাতারি গুলি ছুঁড়তে থাকে এবং শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, দেশটির ঘোর প্রদেশের একটি সুন্নি মসজিদে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছন।

তবে এসব হামলার ঘটনায় কোনও জঙ্গী সংগঠন বা গ্রুপ এখনও দায় স্বীকার করেনি। কিন্তু তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এর আগে আফগানিস্তানের শিয়া মসজিদকে কেন্দ্র করে কয়েকবার হামলার ঘটনায় দায় স্বীকার করেছিল।

আফগানিস্তানে শিয়া-সুন্নি মসজিদে পৃথক হামলায় নিহত ৬০ একজন প্রত্যক্ষদর্শী বিবিসি ওয়ার্ল্ডকে কাবুলের ইমাম জামান মসজিদে হামলার ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘হামলার দৃশ্য দেখে মনে হচ্ছিল আমি সামনের সারিতেই রয়েছি।’

অন্য একজন প্রত্যক্ষদর্শী মাহমুদ শাহ হোসাইনী বলেন, ‘হামলাকারী যখন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় তখন মানুষ মসজিদের মধ্যে নামাজ আদায় করছিলেন।’

জানা গেছে, বোমার বিস্ফোরণ ঘটানোর আগে জুম্মার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের লক্ষ্য করে আক্রমণকারী গুলি ছোড়ে।

কাবুল পুলিশের মুখপাত্র বসির মোজাহিদ সাংবাদিকদের মসজিদে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কিন্তু তিনি ঘটনার বিস্তারিত জানাতে পারেননি।

অন্যদিকে, দেশটির ঘোর প্রদেশের সুন্নিদের একটি মসজিদে সরকার বিরোধী জঙ্গী গোষ্টির এক কমান্ডার আত্মঘাতী বোমা হামলা করে। এ হামলার বিষয়ে এখও বেশি কিছু জানা যায়নি। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় অনেক মানুষ আহত হয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের একটি সেনাঘাঁটিতে হামলায় অন্তত ৪৩ সেনা নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে আফগান তালেবান। এতে ১০ হামলাকারীও নিহত হয়।

তালেবান মুখপাত্র ইউসুফ আহমাদি’র দাবি, ওই হামলায় কমপক্ষে ৬০ জন আফগান সেনা নিহত হয়েছে।

এছাড়াও ২০১৪ সালে ন্যাটো ও যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তাদের যুদ্ধ শেষ করার ঘোষণা দেয়। এরপর থেকেই তালেবান হামলা সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সূত্র: বিবিসি ওয়ার্ল্ড

আরও পড়ুন:
কাবুলের মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩০

/এসএনএইচ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত