X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলে ঢুকে হামলা, ৪০ ছাত্রী হাসপাতালে

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৮, ১৫:৩৩আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৬:১৬

ভারতের বিহার রাজ্যে উত্ত্যক্তের প্রতিবাদ করায় একটি স্কুলের ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। স্কুলে ঢুকে চালানো হামলায় আহত ৪০ জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা বিহারের সুপৌল জেলার।

যৌন হয়রানি জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, আহত ছাত্রীদের ত্রিবেনীগঞ্জের রেফারল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে জানানো হয়েছে, ছাত্রীরা আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছে। তবে এখনও তাদের চিকিৎসা চলছে।

হামলার শিকার ছাত্রীরা ত্রিবেনীগঞ্জের দ্বাপারখা গ্রামের কস্তুরবা গান্ধী স্কুলের শিক্ষার্থী। তাদের অভিযোগ, স্কুলে যাতায়াতের পথে তাদের উদ্দেশ্য করে নানা অশ্লীল অঙ্গভঙ্গি ও কটূক্তি করতো স্থানীয় একদল বখাটে।

শনিবার স্কুলের দেয়ালে অশালীন মন্তব্য লেখার সময় কয়েকজন স্থানীয় যুবককে দেখে ফেলে ছাত্রীরা। একপর্যায়ে বকা দিয়ে তাদের সেখান থেকে তাড়িয়ে দেয় শিক্ষার্থীরা। এর কিছুক্ষণ পরেই লাঠিসোঁটা নিয়ে ২৪ জনের মতো গ্রামবাসী বলপূর্বক স্কুলে ঢুকে পড়ে। এরপর ৪০ জন ছাত্রীকে বেদম মারধর করা হয়। ওই সময় খেলার মাঠে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ছাত্রীরা।

স্কুলটিতে কর্মরত একজন জানান, তখন টিফিন পিরিয়ড চলছিল। সেই সময় বখাটেরা স্কুলে ঢুকে পড়ে। তারা ছাত্রীদের অশ্রাব্য ভাষায় গালি দিতে থাকে। কয়েকজনকে শারীরিকভাবে হেনস্থা করে। অন্য ছাত্রীরা এর প্রতিবাদ জানালে তারাও আক্রান্ত হয়। তাদের মাটিতে ফেলে পেটানো হয়।

স্কুলটিতে কর্মরত রীমা রাজ বলেন, স্কুলে ঢুকেই লাঠি নিয়ে ছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে উন্মত্ত জনতা। পুরুষরা তো বটেই, ওই গ্রামবাসীর মধ্যে নারীরাও ছিলেন। এরপর শিক্ষার্থীদের লাথি, ঘুষি, এলোপাতাড়ি মারধর চলতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অনেক ছাত্রী। শিক্ষার্থীদের মারধরের বাইরে স্কুলের সম্পদও ভাঙচুর করা হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে এ তাণ্ডব চলে।

পরে শিক্ষার্থীদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। স্কুলের তরফে থানায় অভিযোগ করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তারা সবাই বর্তমানে পলাতক। দ্রুত তাদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে প্রশাসন। সূত্র: কলকাতা ২৪, আনন্দবাজার।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত